রবীন্দ্র সরোবরে বর্ষা ও শরৎতের আলিঙ্গন

in আমার বাংলা ব্লগ3 days ago

নমস্কার বন্ধুরা,

সপ্তাহের অন্তত তিন দিন আমি রবীন্দ্র সরোবরের ঠিক পাশ দিয়ে যাতায়াত করি। যদিও বছর, মাস কিংবা সপ্তাহের এতগুলো দিন সরবরে ঠিক পাশ দিয়ে হেঁটে চলে গেলেও কোনদিন একটিবারের জন্য রবীন্দ্র সরোবরের ভেতরে যায়নি। সেদিন কিছুটা আগেই বেরিয়ে এসেছিলাম পূজো আসছে। শরৎ আকাশে পেজা তুলোর মতন মেঘের খেলায় ভাসা শুরু করেছে। সেই বিষয়টাকে মাথায় রেখেই ঢুকে পড়েছিলাম সরোবরের সৌন্দর্য দেখতে। সবচাইতে ভালো বিষয় ছিল কিছুক্ষণ আগেই হয়ে যাওয়া বৃষ্টি। যেটা এ বছর কলকাতাকে অন্তত কিছুতেই ছাড়তে চাইছে না। অনবরত বৃষ্টি হয়েই চলেছে তার মাঝেই যখন শরৎ তার কিছুটা রূপ দেখাচ্ছে তখনই যেন মন্ত্রমুগ্ধের মতন চেয়ে থাকছি। সেই রূপ দেখতেই হয়তো আরো রবীন্দ্র সরোবর যাওয়া।

1000082603.jpg

দুপুর পেরিয়ে তখনও বিকেল হয়নি এদিকে বৃষ্টির পরে গাছরা সবুজ ভাবে তাকিয়ে রয়েছে আকাশের দিকে। সরোবরের ভেতরে ঢুকতেই প্রকৃতি যেন আলিঙ্গন করল। গাছেদের ভাঁজে শীতল হাওয়া চোখ মুখ ছুঁয়ে যাচ্ছিল। এক অসাধারণ অনুভূতি এক অসাধারণ ভালোলাগা। সরোবরের চারপাশে এত গাছ-গাছালি রয়েছে যে পাশ দিয়ে গেলেও ঠান্ডা লাগে। সরোবরের ভিতর কিছুক্ষণ আগে হয়ে যাওয়া বৃষ্টিরা আরও যেন কয়েক গুণ শীতল করে দিয়েছে। আমি ঢুকেই ইতি-উতি তাকাতেই শরতের আকাশ প্রকৃতির মাঝে থেকে উঁকি দিচ্ছিল। এক অপরূপ প্রকৃতির মেলবন্ধন। এবছর যেমন বর্ষার ইতি নেই, কিন্তু এদিকে শরৎ এসে হাজির। দুজনের এক অদ্ভুত অদৃশ্য লড়াই চলছে। দুই এর লড়াইয়ে না হয় চলুক তার মাঝ থেকে কিছু প্রকৃতির সৌন্দর্যের আস্বাদন করতে ভালো লাগে।

1000082604.jpg

1000082606.jpg

গাছ গাছালির মাঝ দিয়ে মাঝে পৌঁছালাম, যার থেকে নাম হয়েছে রবীন্দ্র বিশাল সরোবর। শরৎ এবং বর্ষার লড়াইয়ে সরোবর সৌন্দর্যের রঙে রাঙিয়ে উঠেছে। সরোবরের মাঝে একটা ছোট্ট সবুজ দ্বীপ লক্ষ্য করলাম। আশেপাশে কপোত কপতিরা ফাঁকা ফাঁকা করে বসে আছে। বুঝলাম তারাও প্রকৃতির আস্বাদন নিতে এসেছে। কালো জল টলমল করছে। আর হালকা স্নিগ্ধ বাতাস আমার চোখে মুখে গালে এক ভালোলাগার ভালোবাসা স্পর্শ করে চলে যাচ্ছে। সরোবরে জল একলা নৃত্য করছে, তাই তাদের সাথে সঙ্গী হতে চাওয়া মেঘেরাও জলের সাথে পা নাড়ানোর প্রচেষ্টায় রয়েছে।

1000082605.jpg

প্রথম দিনের এত ভালো অভিজ্ঞতা তৈরি হলো যা ভাষায় প্রকাশ করে বলা সম্ভব নয়। অনুভূতিটা রইলো মনের ভেতরে। বারবার ভাবলাম এতদিন কেন আসিনি?


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

@kingporos, নমস্কার! What a beautifully written piece about your first experience truly exploring Rabindra Sarobar! Your descriptions paint such a vivid picture – I could almost feel the cool air after the rain and see the শরৎ আকাশ peeking through the trees. The contrasting dance of বর্ষা and শরৎ that you describe is just magical, and your photographs capture that mood perfectly.

It's wonderful that you finally took the time to immerse yourself in this local beauty. Posts like this remind us to appreciate the hidden gems in our own surroundings. I'm sure many readers from "আমার বাংলা ব্লগ" community can relate to that feeling of discovering a familiar place anew. Have you considered capturing similar moments in other parts of Kolkata? Thanks for sharing this enchanting experience! I hope more people will be inspired to explore and share the beauty around them after seeing your post.