You are viewing a single comment's thread from:

RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

@rme দাদা, পিজারোর লোভটা তো ছিলো সোনার উপরেই। তবে শেষমেশ মূর্তি উপাসনার কারণ দেখিয়ে হত্যা করে দিলো। তুর্কি, সৌদি শাসকদের কাপড়ের তলায় যতটা নোংরা লুকিয়ে আছে ইংরেজ, স্পেন, পর্তুগিজ, ফ্রেঞ্চ কিংবা ডাচদের সাম্রাজ্যেও ঠিক তত টাই নোংরা লুকিয়ে আছে। দাস ব্যবসা থেকে শুরু করে সবেরতেই তাদের হাত, মুখ, নাক, কান ডোবানো।

ইনকা সাম্রাজ্য নিয়ে তোমার লেখার অপেক্ষায় রইলাম দাদা।

আরেকটা জিনিস দাদা, মহেঞ্জোদারো এবং হরপ্পান যে সিলের প্রশ্ন করেছ তাকে স্থানীয় ভাষায় কি বলে? যেমন মহাদেবের সিলটাকে পশুপতি সিল বলেই চিনি।

আর অনেককেই দেখছি কণিষ্ক বানান ভুল করে কনিষ্ক লিখেছেন।