You are viewing a single comment's thread from:

RE: লেভেল -১ হতে আমার অর্জন - লেখনীতে, @asifanwar1 ।

in আমার বাংলা ব্লগlast year

খুব ভালো পরীক্ষা দিয়েছেন। এগুলো স্টিমিট এর সব কমিউনিটিতে কাজ দেবে।

আপনার হাতের কাগজটি বদলে বড়ো একটি কাগজে লিখে দিন।

Sort:  
 last year 

প্রশংসার জন্য ধন্যবাদ জানাই আপনাকে।
স্টিমিটের ব্যাপারে যত পরিষ্কার ধারণা অর্জন করতে পারবো আশা করি ততই সুন্দর একটি ক্যারিয়ার গঠনে তা সহায়ক হবে ।
তারিখ ও স্টিমিটের অর্জনন সম্বন্ধীয় কাগজটি বদলে নতুন আরেকটি সেলফি সংযোজন করেছি। তার জন্য পোস্টটা কিঞ্চিৎ হালনাগাদ করতে হয়েছে।
কিছু ভুলত্রুটি থাকলে জানাবেন, এ প্রত্যাশা করি ।
আপনার জন্য শুভকামনা রইলো, 💐