কষ্ট পেতে ভালবাসি,
তাই বারবার তোমারি কাছে আসি।
যত কষ্টই তুমি দাও না কেন,
ফেলে যাবো না গো তোমায় আমি।
দাদা আপনার কবিতা গুলো আমার ভীষণ ভালো লাগে। কবিতাটি পরে ভীষণ ভালো লাগলো। উপরের লাইন গুলো হৃদয় ছুঁয়ে গেলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন।