আপনার আজকের প্রশ্নের কথাগুলো পড়লাম পড়ে অনেক ভালো লাগলো।
সত্যি শৈশবের ঈদ আর এখনকার ঈদ দেখি আকাশ-পাতাল পার্থক্য।
শৈশবে একসেট নতুন জামা কাপড় আর কিছু টাকা হইলেই যেন মনে হতো আমার থেকে খুশি আর ঈদের দিন কেউ হয় না।।
আসলে ইচ্ছা করে কেউ কোনো দুর্ঘটনায় পড়তে চায় না এটা আকস্মিকভাবে হয়ে যায়। আসলে তখন আর কিছু করার থাকে না।।
জি ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন। একসেট নতুন জামা কাপড় পরেই কত খুশি হতাম। ধন্যবাদ আপনাকে 😍