You are viewing a single comment's thread from:

RE: কেউ কারো নয়, কিছু মায়া বাকিটা অভিনয়।

in আমার বাংলা ব্লগ2 years ago

একটু ভালো করে দেখুন তো যে কষ্ট করে সবকিছু করলো বাড়ি গাড়ি সে কতখানি ভোগ করল বা মৃত্যুর পরে যারা ছিল তারা তাকে মনে রাখল।

Sort:  
 2 years ago 

কষ্ট করে যে ব্যক্তি অর্থ সম্পদের মালিক হয়,সে কখনোই সেই অর্থ সম্পদ সেভাবে ভোগ করতে পারে না। আর যাদের জন্য অর্থ সম্পদ রেখে যায়,তারা কবরে গিয়ে সেই ব্যক্তির জন্য একদিন দোয়াও করে না। সুতরাং অর্থ সম্পদের পিছনে এতো না ছুটে,পরকালের জন্য নেক আমল করা উচিত বেশি বেশি। কারণ এই পৃথিবীতে কেউ কারো নয়। সবাই একা এসেছি, একাই যেতে হবে এবং পরকালে প্রতিটি জিনিসের হিসাব নিজেকেই দিতে হবে।

Posted using SteemPro Mobile