You are viewing a single comment's thread from:
RE: শৈশবের ঈদ আনন্দ -- পর্ব ১ /১০% প্রিয় 💞 @shy-fox
শৈশবে ঈদ মানে ভিন্ন রকম আনন্দ এবং তার বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস ছিল। শৈশবে ঈদ উপলক্ষে আপনার মত আমরাও অনেক আনন্দ করতাম। প্রথম তো ঈদের জামা কাপড় কেনাকে কেন্দ্র করে পাড়ার বন্ধু-বান্ধবদের সঙ্গে প্রতিযোগিতা চলত, এরপর চাঁদ রাতে সবাই মিলে একত্রে চাঁদ দেখা ঈদের দিন সকালে গোসল করা সেমাই খেয়ে মাঠে বন্ধু বান্ধবীরা মিলে একত্রে দল বেধে যাওয়া এসব ঈদ আনন্দের মাত্রা বহুগুণে বাড়িয়ে দিত। স্মৃতিগুলো মনে করে দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।