ভাইয়া, আপনার বন্ধুর বাবার সাথে যে ঘটনাটি ঘটেছে ঠিক ঐরকমই একটি ঘটনা ঘটেছিল আমার অর্ধাঙ্গিনীর কলিগের হাজবেন্ডের সাথে। পুরো ঘটনা যেন হুবহু মিলে গেল। তাই আমি ও আমার অর্ধাঙ্গিনী শেষ পর্যন্ত ঢাকা গিয়ে সেই দুলা ভাইকে দেখে এসেছিলাম। যাক সেসব কথা, বর্তমানে আপনার বন্ধুর বাবা সুস্থ আছেন এটাই পরম করুনাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যেহেতু ছোটবেলায় আপনার বন্ধুর বাবা আপনাকে খুবই স্নেহ করত, তাই হৃদয়ের কোণে তার জন্য ভালোবাসা জমা ছিল। আর সেই ভালোবাসার কারণেই হয়তো আপনার চোখে অশ্রু এসেছিল। যাইহোক ভাইয়া, আপনার বন্ধুর বাবা ঢাকা থেকে ফিরে আসলে, একদিন সময় সুযোগ করে দেখে আসবেন। ধন্যবাদ
ঘটনা গুলো এমনি ভাই, শুধুমাত্র স্থান কাল পাত্র ভেদে। ধন্যবাদ আপনার অনুভূতি শেয়ার করার জন্য।