আপু, একদম ঠিক বলেছেন, রোজা রাখার পরে ইফতারি করে সময়টা খুবই আলসেমিতে কাটে। সে সময় যেন আর কোনো কিছুই ভালো লাগে না। যাইহোক আপু, ছোট বোনের ছেলের বায়না পূরণ করতে আপনারা যে রেস্টুরেন্টটিতে গিয়েছেন তা খুবই মনোরম পরিবেশের। সত্যিই রেস্টুরেন্টের ডেকোরেশন খুবই চমৎকার। আর খেয়েও যেহেতু ভালো বলেছেন সেহেতু মানতেই হয়, নিঃসন্দেহে রেস্টুরেন্টটি খুবই ভাল।
আমার তো ইদানিং নামায টাও পড়তে বেশ আলসেমি লাগে।আসলে পানি আর শরবত খেয়ে আর নড়াচড়া করা যায় না