স্বরচিত কবিতা-“ স্মৃতির ফানুস”
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।
এই কবিতাটি প্রেম ও বিচ্ছেদের এক গভীর অনুভূতির প্রকাশ। কবির হৃদয়ে প্রাক্তনের স্মৃতি এখনও তীব্রভাবে জেগে আছে। একটি ছবি, একটি গান, এমনকি পুরোনো মোবাইল মেসেজও তাঁর হৃদয়কে আবেগে ভরিয়ে তোলে। এক সময় যিনি হাসির মাঝে ছিলেন, আজ তাঁর স্মরণেই মন বিষণ্ন হয়ে ওঠে। রাতের আকাশে স্মৃতির ফানুস উড়িয়ে কবি তাঁর মুখখানি দেখতে পান—যা আজ শুধুই অতীত। বৃষ্টি, চায়ের কাপ, এবং একান্ত মুহূর্তগুলো যেন প্রেমের স্মৃতিকে আরও গভীর করে তোলে। ভুলে যেতে চাইলেও, সেই স্মৃতির জালে কবি আরও জড়িয়ে পড়েন। প্রেমিকার ছোঁয়া বহুদিন নেই, কিন্তু প্রেমের সুর এখনও কবির মনে বেজে চলে। ভবিষ্যৎ হয়তো একসঙ্গে নয়, তবুও কবির বিশ্বাস—স্মৃতি কখনও সহজে মারা যায় না। শেষে কবি স্মৃতির এক প্রতীক হিসেবে একটি ফানুস উড়িয়ে দেন আকাশে, যা প্রেমিকার নামে বাতাসে ভাসতে থাকে। এই কাব্যিক প্রতীকটি প্রমাণ করে, হারানোর পরেও ভালোবাসা কতটা জীবন্ত থেকে যায় মনে ও অনুভবে।

একটা ছবি, একটা গান,
তোমার স্মৃতি বয়ে আনে প্রাণ,
পুরোনো মেসেজ, মোবাইল ফোল্ডার,
ভরিয়ে তোলে হৃদয়জোড়।।
হাসির মাঝে ছিলে তুমি,
আজ কেন লাগে এত গুমী,
স্মৃতির ফানুস উড়াই রাতে,
তোমার মুখটাই ভাসে পাতে।।
বৃষ্টির ধারা, চায়ের কাপ,
সেই মুহূর্তে প্রেমের চাপ,
ভুলতে চেয়ে আরও জড়াই,
তোমার স্মৃতিতে নিঃশ্বাস পাই।।
তোমার ছোঁয়া নেই বহুদিন,
তবুও বাজে প্রেমের বীণ,
ভবিষ্যৎ না থাকুক, তাতে কি?
স্মৃতিরা তো সহজে মরে না একি!।
এই ফানুস উড়বে আকাশে,
তোমার নামে, বাতাসে ভাসে।।
আমার পরিচিতি
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

আপনি আজকে অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল। আর কবিতার প্রতিটা লাইন আমার খুব ভালো লেগেছে পড়তে। এরকম ভাবে কবিতাগুলো লিখলে আমার অনেক ভালো লাগে। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন আপনি আজকের এই কবিতাটা।
আপনার কবিতার লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।
এমন সুন্দর কবিতা পড়তে বেশ ভালোই লাগে। ভীষণ সুন্দর লিখেছেন আপনি কবিতাটি। কবিতার প্রতিটি লাইন মন ছুয়ে গেল। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
স্মৃতির মানুষ নিয়ে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে সুন্দর কবিতা পড়ে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ তার পাশাপাশি এখানে লাইনের সামঞ্জস্যতাও আপনি খুবই সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷