স্বরচিত কবিতা-“শেষ দেখা... ”

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।


image.png

এই কবিতায় এক গভীর ও আবেগঘন ‘শেষ দেখা’র মুহূর্তের চিত্রায়ন করা হয়েছে। যেখানে প্রিয়জনের সঙ্গে শেষবারের দেখা হয়, কিন্তু সেই দেখা খুব সহজ কিংবা সরল নয়—বরং সেখানে বিরক্তির মতো শূন্যতা, ব্যথা এবং ভুল বোঝাবুঝির ছাপ স্পষ্ট। কবি চায় তার মনের অনেক কথাই বলে দিতে, কিন্তু শেষ পর্যন্ত চুপ থেকে যায়, কারণ শব্দগুলোই ব্যর্থ। বৃষ্টির মতোই ঝিরঝির অনুভূতির মধ্য দিয়ে শেষ দেখা হয়ে ওঠে স্মৃতির এক অনিবার্য অংশ। এই দেখা থেকে উঠে আসে একাকিত্ব, বেদনা এবং অতীতের স্মৃতির গভীরতা, যা কবিতাটিকে ভিন্ন মাত্রা দেয়। শেষ দেখা যেন এক ভাঙা সম্পর্কের শেষ অধ্যায়, যেখানে থাকা আর যাওয়ার মধ্যে সেতুবন্ধন ম্লান।

স্ব-রচিত কবিতা-“শেষ দেখা... ”

লেখা- মাহফুজা নীলা

শেষ দেখা হয়েছিল যেদিন,
চোখে ছিল অদ্ভুত এক দৃষ্টিনিন,
না ভালোবাসা, না কোনো ঘৃণা,
শুধু শূন্যতা ভরা ছিল তৃষ্ণা।।

বলোনি তুমি একটি বাক্য,
তবুও বুঝেছি হৃদয়ের রাখ্য,
আমি চেয়েছিলাম বলতে অনেক কথা,
বহু রাতের জমা ব্যথা।।

চলছিল বাইরে ঝিরঝির বৃষ্টি,
জানালায় জমছিল কুয়াশার দৃষ্টি,
তুমি দাঁড়াও অনেক দূরে,
তবু মনে হয় খুবই কাছে।।

আমরা আর হাঁটি নি একসাথে পরে,
তবু সেই দৃশ্য বুকে ধরে,
তুমি যদি জানতে, কেমন লাগে,
শেষ দেখা কত দীর্ঘ জাগে।।

সেদিন বাতাসে ভেজা মাটির ঘ্রাণ,
থেমে গিয়েছিল সময়ের গান
ঠোঁটে ছিল না কোনো উত্তর,
চোখে লুকানো বিদায়ের প্রহর।।

আমি বাড়িয়েছিলাম হাত নীরবে,
তুমি ফিরোনি আমার ডাকে,
হয়তো ভেবেছো চুপ থাকাই ভালো,
নইলে ভেঙে যাবে ভোরের আলো।।

মাঝের সেতু ভেঙে গেল ধীরে,
মুহূর্তগুলো হারালো নীরবে ধীরে,
তবুও মনে হয়, যদি বলতাম,
“থেকে যাও”— হয়তো পেতাম।।

আজও বৃষ্টি এলেই মনে পড়ে,
শূন্য রাস্তায় দুজন দাঁড়িয়ে,
শেষ দেখা যে শেষ নয় মোটেই,
এটা শুরু, শেষ হয় না কোনোতেই।।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

image.png

Sort:  
 4 days ago 

এত সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের কবিতাটা অসম্ভব দারুন ছিল। অনেক বেশী সুন্দর করে লিখেছেন এই কবিতা আপনি। কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে আমার কাছে।

 4 days ago 

আপনার লেখা আজকের এই কবিতাটা আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই কবিতার টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

 4 days ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা পড়ে কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো।শেষ দেখা কবিতার মাধ্যমে সুন্দর ভালোবাসা তুলে ধরেছেন। অনেক সময় ভালোবাসার অনেক সত্য কথা সময়ের কারণে বলা যায় না। ধন্যবাদ সুন্দর একটি কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 days ago 

আপু আপনার স্বরচিত শেষ দেখা কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।