স্বরচিত কবিতা- "জীবনযুদ্ধের সৈনিক"
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।

জীবন সবসময় সহজ পথে এগোয় না। অনেক সময় মানুষ এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যেখানে প্রতিটি পদক্ষেপই মনে হয় এক একটি যুদ্ধ। কবিতার সৈনিক সেই সংগ্রামী মানুষদের প্রতিচ্ছবি, যারা জীবনের নানা কষ্ট, অপমান আর অবহেলার মাঝেও লড়ে যায়। তার প্রতিটি দিন ভরে থাকে ব্যথায়, তবুও সে দমে যায় না। সমাজ তাকে অবহেলা করে, তার অবদানের মূল্যায়ন হয় না, এমনকি অপমানও নিত্যদিনের সঙ্গী। কিন্তু সে বুঝে গেছে—অপমানকে ভয় পেলে এগোনো যায় না। তাই সে সমস্ত কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে নেয়। এই সৈনিকের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো স্থিতধী থাকা। অন্ধকার যতই ঘন হোক, সে অন্তরে আশা জ্বালিয়ে রাখে। ঝরনার স্রোতের মতো প্রবাহিত হয় তার দৃঢ়তা, আকাশের তারা আর চাঁদের আলো তার সাহস জাগায়। জীবনের প্রতিটি ব্যর্থতা তাকে নতুন করে গড়ে তোলে। চোখে অশ্রু থাকলেও বুকের ভেতর সে বহন করে অনমনীয় সাহস। কবিতাটি বোঝাতে চেয়েছে—মানুষ যতবারই হেরে যাক, তা আসলে শেষ নয়। প্রতিটি পরাজয় ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করে। জীবনের প্রকৃত জয় আসে তখনই, যখন সমস্ত কষ্ট অতিক্রম করে মানুষ নিজেকে নতুনভাবে খুঁজে নেয়। সৈনিকের মতোই প্রতিটি মানুষ যদি নিজের আশা আর বিশ্বাস আঁকড়ে ধরে রাখে, তবে একদিন অবশ্যই নতুন ভোর আসবে। শেষ পর্যন্ত কবিতা আমাদের মনে করিয়ে দেয়—জীবনযুদ্ধ কঠিন হলেও তা অর্থহীন নয়। ব্যথা, অপমান ও অবহেলা একদিন মুছে যাবে, আর মানুষের সাহস, ধৈর্য আর অধ্যবসায়ই তাকে সাফল্যের আলোয় পৌঁছে দেবে। জীবনযুদ্ধে সেই সৈনিক তাই শুধু একজন ব্যক্তি নয়, বরং প্রতিটি সংগ্রামী আত্মার প্রতিচ্ছবি।
জীবনযুদ্ধে পরাজিত যে সৈনিক,
তার কষ্ট যেন নীরব এক সংগীত।
অবহেলাই যার নিত্য দিনের ছায়া,
অপমান তাকে ছুঁয়ে না যায়।
অন্ধকারে পথ খুঁজে ফেরা তার কাজ,
হৃদয়ের ব্যথায়ও রাখে অটল সাজ।
দুঃখের বোঝা বুকে জমে পাহাড়,
তবু সে থামে না, করে অবিরাম পার।
তাদের চোখে নেই করুণার দৃষ্টি,
তবুও সে চলে সাহসকে করে সৃষ্টি।
প্রতিদিনের ক্ষত বয়ে যায় নীরবে,
অভিমান লুকিয়ে রাখে মনের ভেতরে।
তবু অন্তরে জ্বলে আশা প্রদীপ,
ঝরনার স্রোতের মতো গেয়ে চলে সঙ্গীত।
বেদনাও তখন রূপ নেয় শক্তিতে,
পদক্ষেপ বাড়ে নব উৎসাহে দিগন্তে।
আকাশের তারারা দেয় তাকে ডাক,
চাঁদের মায়ায় মুছে যায় ভয়ভীতির আঁক।
অপমানের ক্ষতেও খুঁজে নেয় মান,
হারানো পথেও জাগে জয়ের গান।
বুকে আছে দুঃখ, চোখে অশ্রুর ঢেউ,
তবুও সে গড়ছে নিজেরই ঢেউ।
ভেঙে পড়া সৈনিক নয় কভু শেষ,
স্বপ্ন নিয়ে জাগে তার নতুন পরিবেশ।
একদিন আসবে রঙিন সেই ভোর,
যেখানে ব্যথা হবে অচেনা ঘোর।
অভিশাপ সরে যাবে সাফল্যের আলোয়,
জীবনযুদ্ধের সৈনিক জিতবে অন্তরলোকে।
আমার পরিচিতি
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

জীবনটা হলো কঠিন সংগ্রামের এক প্রতিরূপ প্রত্যেকটা পদক্ষেপে এবং প্রত্যেকটা জায়গায় আমাদের জীবনকে নিয়ে কঠিন ধরনের সংগ্রাম করে যেতে হয় কখনোই জীবন সহজ কিছু নয় এখানে নিজের পরিশ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে সহজ করে নিতে হয় খুবই ভালো লাগলো আপনার কবিতা খানা পড়ে।
এত সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের কবিতাটা অসম্ভব দারুন ছিল। অনেক বেশী সুন্দর করে লিখেছেন এই কবিতা আপনি। কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে আমার কাছে।
খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে চমৎকার একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই চমৎকার কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা আপনার কবি প্রতিভাকে যেভাবে ফুটিয়ে তুলেছে৷ তার পাশাপাশি এখানে আপনার কাছ থেকে সুন্দর কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷