পুঁইশাক ও ডাল দিয়ে মজাদার রেসিপি
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় এপার ওপার বাংলার সকল ভাই বোনেরা? কেমন আছেন সবাই ? আশা করি সবাই অনেক হাসিখুশি সুস্থ ও নিরাপদ জীবন পার করছেন। আমিও আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আজ ভাবলাম প্রতি সপ্তাহের মতো একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আর তাই প্রতি সপ্তাহের মতো আজও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসলে রেসিপি পোস্টগুলো আমার অনেক ভালো লাগে। আমরা সবাই ভোজন বিলাসী। প্রতিদিন রান্নার রেসিপিতে কি রান্না করবো তা ভাবনায় থাকি। কোন আইটেম রান্না করলে পরিবারের সবাই খেতে পছন্দ করবে সেই চিন্তাই করি। আমরা মানুষও সীমিত আমাদের চাহিদাগুলো সীমিত। গোশত পোলাও থেকে যদি মনের মতো সবজি মাছ আর ডাল রান্না করা যায় তাহলে পেট ভরে ভাত খাওয়া যায়। আজ আমি এমনি একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এমন একটি রেসিপিটি আমাদের সবার খুব পছন্দ। আর এই মাজাদার রেসিপি দিয়ে ভালো মত ভাত খেয়েও শান্তি পাওয়া যায়।



হ্যাঁ বন্ধুরা আজ আমি সবার প্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হলাম। বেশ কিছুদিন ধরে মন চাইছিল যে পুঁইশাক দিয়ে ডাল রান্না করে খাব। এই রেসিপিটি আমার অনেক পছন্দ। প্রায় মাঝে মাঝে রান্না করে খাই। ডাল দিয়ে কিন্তু আরও অনেক সবজি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো দুদিন আগে বাজার থেকে পুঁইশাক আনালাম। আর পছন্দ করি বলে অনেকগুলো পুঁইশাক নিয়ে এসেছে। আর তাই অর্ধেক রেখে দিলাম চিংড়ূী মাছ দিয়ে রান্না করবো বলে। আর বাকি অর্ধেক ডাল দিয়ে রান্না করলাম। পুঁইশাকের সাথে বাজার থেকে আনালাম ঝাল মরিচ। ঝাল মরিচ দিয়ে এই রেসিপিটি খেতে সেই স্বাদ লাগে। যাইহোক, অনেক কথা বলে ফেললাম। আপনাদের সাথে আবার সব কথা শেয়ার না করলে কেন যেন ভালো লাগে না। চলুন মূল রেসিপিতে চলে যাই। আর তাহলে চলুন দেখে আসি আজ আমার পুঁইশাক আর ডাল দিয়ে মজাদার রেসিপিটি কিভাবে রান্না করলাম।
প্রয়োজনীয় উপকরণ সমূহ

প্রস্তুত প্রণালী ধাপ-১ ![]() প্রথমে চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেল গরম করে তারপর পেঁয়াজকুচি দিয়ে দিলাম।</p ধাপ-২ এরপর পেঁয়াজ গুলো লাল হয়ে এলে তার মধ্যে পরিমান মত এক এক করে আদা রসুনবাটা, হলুদ গুড়া,মরিচ গুড়া লবন ও পানি দিয়ে মসলাগুলো লাল করে কষিয়ে নিলাম। ধাপ-৩ এবার সেই কষানো মসলার মধ্যে ডালগুলো নিয়ে নাড়া দিয়ে নিলাম। ধাপ-৪ এবার কিছুক্ষন ডালগুলো কষিয়ে তার মধ্যে পরিমান মত পানি দিয়ে নিলাম। ধাপ-৫ এবার সেই ডালগুলো কিছুক্ষন কষিয়ে নিলাম। ধাপ-৬ এবার ডালগুলোর মধ্যে কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে নেরে দিলাম। ধাপ-৭ এবার পুঁইশাক আর ডালগুলো একসাথে কষাতে থাকলাম। ধাপ-৮ এবার তার মধ্যে পরিমান মত সামান্য পানি দিয়ে দিলাম। শুধু জাস্ট পুঁইশাকটি সিদ্ধ হওয়ার জন্য এবং কিছুক্ষন চুলায় রেখে রান্নাটি জ্বালে রাখলাম এবং রান্নাটি হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম । শেষ-ধাপ এবার যখন দেখলাম যে পানিটা টেনে এসেছে আর রান্নটি সম্পূর্ন হয়ে গেছে তখন গরম গরম পরিবেশনের জন্য নামিয়ে নিলাম। পরিবেশন আর এভাবেই আমার ও আপনাদের সবার আজকের পুঁইশাক ও ডাল দিয়ে মজাদার রেসিপিটির পোস্ট রেডি করে আপনাদের সবার মাঝে শেয়ার করে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমার স্বার্থকতা। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। কারন এই মজাদার রেসিপিটি আমার মনে হয় সবাই অনেক পছন্দ করেন। এভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে ঝাল মরিচ দিয়ে খাবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। পরিচিতি আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি। |
---|
পুঁইশাক এবং মসুর ডাল দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। এরকমভাবে পুঁইশাক রান্না করে কখনো খাওয়া হয়নি অবশ্য তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে ভালই লাগে। সময় পেলে আপনার রেসিপির প্রক্রিয়া অনুসরণ করে এরকম রেসিপি একদিন করে দেখব খেতে কেমন লাগে।
পুঁইশাক ও ডাল দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপনি। রেসিপিটি দেখে খুবই লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মজাদার ও সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন। এই খাবারটা আমার খেতে অনেক ভালো লাগে। আপনি তো দেখছি অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করলেন। নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছিল। আমার তো আপনার তৈরি করা রেসিপিটা দেখে অনেক লোভ লেগেছে।
আপনি আজকে যে রেসিপিটা তৈরি করেছেন এটা আমার অনেক ফেভারিট। কয়েকদিন আগেও এই মজাদার রেসিপিটা আমার খাওয়া হয়েছিল। আর এখন তো আপনার কাছে দেখে আবারো খেতে ইচ্ছে করছে। এই রেসিপিটা যারা তৈরি করতে পারে না, তারা সহজে আপনার উপস্থাপনা দেখে তৈরি করে নিতে পারবে।
আপনার শেয়ার করা আজকের রেসিপি দেখে অনেক বেশি সুস্বাদু হয়েছে বলে মনে হয়৷ যেভাবে আপনি আজকের এই সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেভাবে খুব সুন্দর হয়েছে৷ তার পাশাপাশি এখানে রেসিপি তৈরি করার ধাপগুলো আপনি খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ শেষ পর্যন্ত যখন আপনি এই রেসিপি শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি সুস্বাদু হয়েছে বলে মনে হয়৷