নারায়ণগঞ্জের পানাম শহরে ভ্রমণ
আসসালামু আলাইকুম
কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ভালো থাকা কেবল আমাদের নিজেদের জন্যই প্রয়োজন নয়, আমাদের চারপাশের মানুষের জন্যও আনন্দের বিষয়। কারণ যখন আমরা ভালো থাকি, তখন আমাদের শরীর ও মন ভালো থাকে। আর তখন আমাদের জীবন সুখী হয়। আমি @mahfuzanila, আমি বাংলাদেশ থেকে তোমার সাথে সংযুক্ত। আমি একজন ছোট ব্লগার। কারণ আমার চারপাশে অনেক সৃজনশীল মানুষ আছে যারা সবসময় তাদের দক্ষতা এবং যোগ্যতা দিয়ে ভালো পোস্ট শেয়ার করে। তাছাড়া, অনেক সৃজনশীল মানুষ আছে যারা তাদের যোগ্যতা প্রদর্শনের জন্য এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছে। কিন্তু আমি এত ছোট ব্যবহারকারী যাদের তেমন সৃজনশীলতা নেই। তবুও, আমি এত সুন্দর প্ল্যাটফর্মের একজন যাচাইকৃত ব্যবহারকারী। তাই, খুব ব্যস্ত থাকা সত্ত্বেও, আমি ক্রমাগত তোমাদের জন্য নতুন এবং ভিন্ন পোস্ট নিয়ে আসার চেষ্টা করি। তাই আজ আমি আবার একটি নতুন পোস্ট নিয়ে এখানে এসেছি।
শুভ সকাল, ভালোবাসার সম্প্রদায় পরিবার। সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি, আজ আবারও তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। গ্রামীণ বাংলার সৌন্দর্যে মুগ্ধ নন এমন মানুষ খুঁজে পাবেন না। আর গ্রামবাংলার বৈচিত্র্যও আমাকে এর অপূর্ব রূপে মুগ্ধ করে। তাই মাঝে মাঝে আমি গ্রামবাংলায় ছুটে যাই। প্রকৃতির ছোঁয়ায় কিছুটা সময় কাটানোর জন্য। একইভাবে, কয়েকদিন আগে, আমি সোনারগাঁও পরিদর্শন করেছিলাম। এবং সেখানে যাওয়ার সময়, আমি একটি লুকানো মসজিদের মুখোমুখি হয়েছিলাম। আজ, আমি সেই লুকানো মসজিদ সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব।

এই মসজিদটি সোনার গাঁওয়ের পানাম ম্যাজিক হাউসের সামনে অবস্থিত। আমি অনেক দিন ধরেই এই মসজিদের কথা শুনছিলাম। কিন্তু যাওয়ার সময় পাইনি। সেদিন, যখন আমি পানাম সিটিতে যাই, তখন ভাবলাম যে আমি সেই বিখ্যাত মসজিদটি একবার দেখে আসি। তাই আমি রিকশায় করে সেই মসজিদের সামনে গেলাম। আর যাওয়ার সময় অটোরিকশা চালকের কাছ থেকে মসজিদ সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম।

মসজিদটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। এই মসজিদটি কেউ তৈরি করেনি। কিন্তু দেখে মনে হচ্ছে যেন এই মসজিদটি মানুষের হাতে তৈরি। ঠিক তেমনই মসজিদে ইট বসানো হয়েছিল। যখন এই মসজিদটি রহস্যময়ভাবে তৈরি করা হয়েছিল, তখন দূর-দূরান্ত থেকে অনেকেই এই মসজিদটি দেখতে আসতেন। অনেকে এখানে এসে অনেক সুবিধাও পেয়েছিলেন। এমন রহস্যময় মসজিদের কথা শুনে অনেকেই এটি দেখতে আসতেন। আজও অনেক মানুষ ভিড় জমান। এই মসজিদটি নারায়ণগঞ্জ জেলার সোনার গাঁও এলাকার পানাম নগরী শহরে অবস্থিত। তাই আমরা বিকেলে এই বিখ্যাত মসজিদটি দেখতে গিয়েছিলাম। আমরা সেখানে গিয়ে নিজের চোখে এই মসজিদটি দেখেছি। আমরা কি বাংলায় এমন একটি উদ্ভাবন দেখতে পারি না?


বাংলার প্রাচীন রাজধানী ঈসা খাঁ শহরে এমন একটি উদ্ভাবন বাংলার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। মসজিদটি ঈসা খাঁ শহরের অন্যান্য সমস্ত ঐতিহ্যের আদলে নির্মিত হয়েছে। সবুজ প্রকৃতির মাঝে এমন একটি মসজিদ বাংলার ঐতিহ্যের সাক্ষী।
কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের শেয়ার করা ভ্রমণ পোস্ট। আশা করবো আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।



Hello there! 👋🏼 So excellent you've shared about traveling. 🤩 There's a travel community that is active now through this link: https://steemit.com/trending/hive-188972 Suscribe and feel free to share your travel adventures there moreover of tips, food, nature and more.🚌 ~ Join the Discord server + Telegram group and have a happy day.👍🏼