আসলে আপু এখন প্রতিটা ঘরে ঘরে অসুস্থ্য। আগে এত অসুস্থতা শোনা যায়নি। আল্লাহ সবাইকে ভাল রাখুক। আপু যে গরম পড়েছে এই গরমের মধ্যে অনেক অস্থির লাগে। আজ কি সুন্দর করে কাউনের চালের পোলাও রান্না করে শেয়ার করলেন। সেই ছোটবেলায় কাউনের চাল দিয়ে পায়েস রান্না খেয়েছি পোলাও কখনো খাইনি। আজ আপনার কাউনের চালের পোলাও রেসিপিটি দেখে বুঝা যাচ্ছে অনেক ভালো হয়েছে। পরিবেশনটিও খুব সুন্দর করে করেছেন।
ঠিক বলেছেন আপু প্রতিটি ঘরে ঘরে অসুস্থতা আর জলবায়ুর পরিবর্তনের ফলে এমন অসুস্থতা বেড়ে গেছে। কাউনের চালের পায়েস আমার ও পছন্দের। এভাবে পোলাও খেতেও ভীষণ ভালো লাগে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।