You are viewing a single comment's thread from:

RE: দারিদ্র্যতা😪

in আমার বাংলা ব্লগ7 months ago

অসাধারণ আপু আপনি অনেক সুন্দর একটি টপিক নিয়ে আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। যা পড়ে আমার খুবই ভালো লাগলো। আসলে দারিদ্রতা এমন একটা নিষ্ঠুর জিনিস যেখানে জাত পাত ভেদাভেদ কিছুই মানে না। আমি যখন আইভীর কষ্টে ছিলাম তখন ওইখানকার লোকজন এত দারিদ্রতার মধ্যে বসবাস করত যা ভাষায় বলার মতো না। শুধুমাত্র এক প্যাকেট বিস্কিটের জন্য তারা যা ইচ্ছে তাই করতে পারে এমনকি মানুষও খুন করতে পারে। তাছাড়া আমাদের স্বাধীনতা যুদ্ধের পর মানুষ এতটাই অভাবে পড়েছিল যে নদীর মাছ আর লাউ খেয়ে দিন পার করত যা শুনেছি আমার পিতার কাছ থেকে। যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটি বিষয় সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Sort:  
 7 months ago 

আপনি দারিদ্র্যতা কাছ থেকে দেখেছেন। আসলে এরকম দারিদ্র্য আমাদের কে কষ্ট দেয় চোখের সামনে দেখলে।আমিও শুনেছি আমার দাদির কাছে এরকম গল্প।

Well said but people will not change and if it comes to it everyone discriminates, hates and envies.

🍀♥️
IMG_20241214_102039_117.jpg