কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- "জীবনযুদ্ধের সৈনিক'' || Original Poetry by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।


image.png

জীবন সবসময় সহজ পথে এগোয় না। অনেক সময় মানুষ এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যেখানে প্রতিটি পদক্ষেপই মনে হয় এক একটি যুদ্ধ। কবিতার সৈনিক সেই সংগ্রামী মানুষদের প্রতিচ্ছবি, যারা জীবনের নানা কষ্ট, অপমান আর অবহেলার মাঝেও লড়ে যায়। তার প্রতিটি দিন ভরে থাকে ব্যথায়, তবুও সে দমে যায় না। সমাজ তাকে অবহেলা করে, তার অবদানের মূল্যায়ন হয় না, এমনকি অপমানও নিত্যদিনের সঙ্গী। কিন্তু সে বুঝে গেছে—অপমানকে ভয় পেলে এগোনো যায় না। তাই সে সমস্ত কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে নেয়। এই সৈনিকের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো স্থিতধী থাকা। অন্ধকার যতই ঘন হোক, সে অন্তরে আশা জ্বালিয়ে রাখে। ঝরনার স্রোতের মতো প্রবাহিত হয় তার দৃঢ়তা, আকাশের তারা আর চাঁদের আলো তার সাহস জাগায়। জীবনের প্রতিটি ব্যর্থতা তাকে নতুন করে গড়ে তোলে। চোখে অশ্রু থাকলেও বুকের ভেতর সে বহন করে অনমনীয় সাহস।কবিতাটি বোঝাতে চেয়েছে—মানুষ যতবারই হেরে যাক, তা আসলে শেষ নয়। প্রতিটি পরাজয় ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করে। জীবনের প্রকৃত জয় আসে তখনই, যখন সমস্ত কষ্ট অতিক্রম করে মানুষ নিজেকে নতুনভাবে খুঁজে নেয়। সৈনিকের মতোই প্রতিটি মানুষ যদি নিজের আশা আর বিশ্বাস আঁকড়ে ধরে রাখে, তবে একদিন অবশ্যই নতুন ভোর আসবে। শেষ পর্যন্ত কবিতা আমাদের মনে করিয়ে দেয়—জীবনযুদ্ধ কঠিন হলেও তা অর্থহীন নয়। ব্যথা, অপমান ও অবহেলা একদিন মুছে যাবে, আর মানুষের সাহস, ধৈর্য আর অধ্যবসায়ই তাকে সাফল্যের আলোয় পৌঁছে দেবে। জীবনযুদ্ধে সেই সৈনিক তাই শুধু একজন ব্যক্তি নয়, বরং প্রতিটি সংগ্রামী আত্মার প্রতিচ্ছবি।

স্ব-রচিত কবিতা
"জীবনযুদ্ধের সৈনিক'' ... "

লেখা- মাকসুদা কাউসার

জীবনযুদ্ধে পরাজিত যে সৈনিক,
তার কষ্ট যেন নীরব এক সংগীত,
অবহেলাই যার নিত্য দিনের ছায়া,
অপমান তাকে ছুঁয়ে না যায়।।

অন্ধকারে পথ খুঁজে ফেরা তার কাজ,
হৃদয়ের ব্যথায়ও রাখে অটল সাজ,
দুঃখের বোঝা বুকে জমে পাহাড়,
তবু সে থামে না, করে অবিরাম পার।।

তাদের চোখে নেই করুণার দৃষ্টি,
তবুও সে চলে সাহসকে করে সৃষ্টি,
প্রতিদিনের ক্ষত বয়ে যায় নীরবে,
অভিমান লুকিয়ে রাখে মনের ভেতরে।।

তবু অন্তরে জ্বলে আশা প্রদীপ,
ঝরনার স্রোতের মতো গেয়ে চলে সঙ্গীত,
বেদনাও তখন রূপ নেয় শক্তিতে,
পদক্ষেপ বাড়ে নব উৎসাহে দিগন্তে।।

আকাশের তারারা দেয় তাকে ডাক,
চাঁদের মায়ায় মুছে যায় ভয়ভীতির আঁক,
অপমানের ক্ষতেও খুঁজে নেয় মান,
হারানো পথেও জাগে জয়ের গান।।

বুকে আছে দুঃখ, চোখে অশ্রুর ঢেউ,
তবুও সে গড়ছে নিজেরই ঢেউ,
ভেঙে পড়া সৈনিক নয় কভু শেষ,
স্বপ্ন নিয়ে জাগে তার নতুন পরিবেশ।।

একদিন আসবে রঙিন সেই ভোর,
যেখানে ব্যথা হবে অচেনা ঘোর,
অভিশাপ সরে যাবে সাফল্যের আলোয়,
জীবনযুদ্ধের সৈনিক জিতবে অন্তরলোকে।।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 2 days ago 

আপনার কবিতাগুলো সব সময় অনেক বেশি সুন্দর হয়ে থাকে৷ আজকে যেভাবে আপনি চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তাই খুব সুন্দরভাবে শেয়ার করেছেন তার পাশাপাশি এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার কবিতা পড়তে পারলাম৷ একইসাথে এখানে সুন্দরভাবে লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন৷