একগুচ্ছ অনু কবিতা-"ছোট কথায় গভীর প্রেম" || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।
অনু কবিতা কি বা কাকে বলে হয়তো আগে জানতাম না। বুঝতাম না কি করে লেখবো মনের ভিতর লুকিয়ে থাকা কবিতার লাইনগুলো।কিন্তু প্রিয় এই কমিউনিটিতে কাজ করে জানতে পারলাম যে অনু কবিতা কি। মাঝে মাঝে নিজের মনের গভীর হতেই ভেসে আসে অনেক সুন্দর কিছু ছন্দ কথা। আর সেই ছন্দ কথা গুলোকে নিজের মত করে গুছিয়ে লেখা গুলোই হয়তো অনু কবিতা। আর আজ তাই বিভিন্ন সয়য়ে নিজের মনের মাঝে লুকিয়ে রাখা কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে ইচ্ছে হলো। দেখুন তো কেমন হলো আমার অনু কবিতা গুলো।
.png)
মাঝে মাঝে হৃদয় মাঝে জমে থাকে হাজারও কথা আর আবেগ। যা হয়তো বা কোথাও প্রকাশ করা যায় না। কখন যে সে কথাগুলো বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে সেটা বোঝার উপায়ও কারও নেই। কারন সেই কথা গুলো থাকে একান্ত নিজের। থাকে নিস্তব্দ। আর এমন হাজারও কথা গুলোই মাঝে মাঝে কবিতা বা অনু কবিতা হয়ে ঝড়ে পড়ে কোন সাদা কাগজের পাতায়। তাই আজ আমি মনের তেমনি কিছু কথা নিয়ে আমার অনু কবিতাগুলো শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
আমার হৃদয়ে তারই রেখা।
তুমি চুপ, তবু বুঝি,
ভালোবাসা তোমায় খুঁজে ধুঁজি।।
হাওয়ায় ভেসে আসা সুখের কথা,
তুমি-আমি, প্রেমের ব্যাখ্যাতা।।
তোমাকে চাই শুধু একবার,
বাকি জীবন হোক তোমার-আমার।
একটা হাত, দু’টা স্বপ্ন,
ভালোবেসে গড়ি আপন তরণ্য।।
তুমি পাশে থাকলে মেঘেও রোদ,
ভালোবাসায় কেটে যাবে সব বিরোধ।।
রাত জাগা তারায় লিখেছি নাম,
তোমায় ছাড়া লাগে অবসাদ-স্নান,
নীরবতার মাঝে প্রেমের ডাক,
তুমি আসো কি? হৃদয় কাঁপাক।।
চাঁদ দেখে বোঝো না মন,
তোমায় ছাড়া আমি একা গগন।।
তোমার ছোঁয়ায় কাঁপে প্রাণ,
যেন বসন্ত ছুঁয়ে যায় প্রাণ,
একটু হাসি, একটু চাওয়ায়,
ভালোবাসা গেঁথে যায় হাওয়ায়।।
এ প্রেম শুধু আমার নয়,
তোমার সাথেই তার আবয়।।
ফিরে এসো সেই পথ দিয়ে,
যেখানে স্বপ্ন ছিলো বুনিয়ে।
তোমার নামেই উঠবে ভোর,
চোখে থাকবে প্রেমের ঘোর।।
একটু মন, একটু আশা,
তবেই তো হয় ভালোবাসা।।।

শেষ কথা
শেষ কথা
জানিনা কেমন লাগলো আমার আজকের অনু কবিতা গুলো আপনাদের সবার কাছে। যদি আজকের অনু কবিতা গুলো আপনাদের মনটাকে এতটুকু ছুঁয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমি স্বার্থক। আপনাদের মতামত জানার অপেক্ষায় থেকে শেষ করছি।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ক্যামেরা | Vivo y18 |
পোস্ট তৈরি | @maksudakawsar |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

আপনি দেখছি সুন্দর অনুভূতি দিয়ে একগুচ্ছ অনু কবিতা লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা অসাধারণ হয়েছে। এবং আপনি খুব সুন্দর করে মনের অনুভূতি দিয়ে অনু কবিতাগুলো লিখেছেন। আর এই ধরনের অনু কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।