কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"তোমার ছায়ায় ... " || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

“তোমার ছায়ায়” কবিতাটি এক নিঃশব্দ প্রেমের গল্প, যেখানে অনুভূতি প্রকাশ পায় না শব্দে, বরং ছায়ার মতো থেকে যায় হৃদয়ের গভীরে। এই কবিতায় এক প্রেমিক বা প্রেমিকা তার প্রিয়জনের স্মৃতির মধ্যে বাঁচে—যে হয়তো আর কাছে নেই, কিংবা কখনো ছিলই না। প্রতিটি মুহূর্তে, সূর্যের আলো, চাঁদের নরম ছায়া, বৃষ্টির ফোঁটা, কিংবা বাতাসের স্পর্শে, কবি অনুভব করে তার প্রিয়জনের উপস্থিতি। স্মৃতি আর অপেক্ষার অনুভব যেন কবিতার প্রতিটি লাইনে ছড়িয়ে আছে। বাস্তবতা যতই কঠিন হোক না কেন, মন আজও প্রিয়জনের ছায়ায় আশ্রয় খুঁজে ফেরে। প্রেম এখানে উচ্চারণ নয়, বরং অনুভব—যা সময়, দূরত্ব আর নিরবতাকেও ছাড়িয়ে যায়। এই কবিতা নিছক বিচ্ছেদের নয়, বরং এক আশার—যেখানে ভালোবাসা হারিয়ে না গিয়ে ছায়ার মতো সঙ্গী হয়ে থাকে। কবিতাটি হৃদয়ের গভীরে প্রেমের এক অনন্ত প্রতিচ্ছবি এঁকে যায়—নিরব, কোমল, কিন্তু গভীরভাবে জীবন্ত।
তোমার ছায়া পড়ে রোদ্দুরে,
হৃদয় জুড়ে বাজে দূর সুরে,
নীরব সন্ধ্যা ডাকে তোমায়,
তবুও তুমি নেই কোথাও আজ।।
হেমন্ত বাতাস শোনে কান্না,
পাতা ঝরে চুপে চুপে মানা,
চাঁদের আলোয় দেখি মুখ,
ভুলে গেছি তবু রাখিনি দুঃখ।।
দূরের ট্রেন আসে যায়,
মনে পড়ে—তুমি কি কভু ফিরবে হায়?
আকাশ দেখে জ্বলে চোখ,
তোমার স্মৃতি হৃদয় বুকে দোলে বোক।।
বৃষ্টির ধারা নামে রাতে,
তোমার ছোঁয়া খুঁজি বাতাস পাতায়,
তুমি ছিলে গল্পের ছায়া,
রূপকথাতে রাখা অভিমানের মায়া।।
আমার ঘর, আমার জানালা,
সবখানে আজও বাজে তোমার পালা,
ভালোবাসা হয়তো ফুরায় না কখনো,
তোমার নামেই হৃদয় লেখা থেকেছে গোপনে।।
চুপিচুপি ভালোবাসি এখনো,
তুমি বুঝলে কি তা কখনো?
তোমার ছায়া, তবু আলো,
তোমায় ভালোবেসে গেছে মন ভালো।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ক্যামেরা | Vivo y18 |
পোস্ট তৈরি | @maksudakawsar |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

এই কবিতাটি যেন এক মায়াময় স্মৃতির ডায়েরি—রোদ্দুর, বৃষ্টি, হেমন্ত, চাঁদ—সবকিছুই মিলেমিশে এক গভীর অপেক্ষা আর না-পাওয়া ভালোবাসার অনুভূতি ফুটিয়ে তুলেছে। শব্দগুলোতে আছে নীরব বেদনা, অথচ সেই বেদনার ভেতরও লুকিয়ে আছে অমলিন স্মৃতির সৌন্দর্য।
কাউকে মন থেকে ভালোবাসলে তাঁর ছায়া চিরকাল মনের মাঝে রয়ে যায় যা কখনোই প্রকাশ করা যায় না বা কাউকে দেখানো যায় না।তাই হয়তো অপর পাশের মানুষ টি উপলব্ধি করতে পারে না।অসাধারণ একটি কবিতা লেখা এবং আমাদের সবার সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।💚💚
আজকে আপনি প্রেম নিয়ে ভিন্ন রকম একটি কবিতা লিখেছেন। আপনার লেখা তোমার ছায়ায় কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে মানুষের মনের অনুভূতি হচ্ছে অন্যরকম। আর আপনি সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।