একগুচ্ছ অনু কবিতা-✨ “ফিরে আসার প্রতিধ্বনি”✨ || Original Poetry by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

এই সংকলনের প্রতিটি ছোট কবিতা ভালোবাসা, হারানো স্মৃতি আর ফিরে আসার মৃদু প্রত্যাশার কাব্যিক রূপ। প্রথম কবিতায় ছায়ার আড়ালে লুকিয়ে থাকা প্রিয়জনের অনুপস্থিতি এক ধরনের নীরব ব্যথা হয়ে ওঠে। প্রিয় মানুষটি চলে গেলেও তার চোখের ভাষা, হাতের উষ্ণতা যেন এখনো বেঁচে আছে স্মৃতির গভীরে। দ্বিতীয় কবিতা ঝরে পড়া পাতা ও সুরের উপমায় বোঝায় যে প্রিয়জন শারীরিকভাবে দূরে থাকলেও তার উপস্থিতি অনুভব করা যায়—যেন জীবন থেমে গেলেও প্রেমের সুর বাজতে থাকে। তৃতীয় কবিতায় হৃদয়ের ভাঙা পথ আর অপ্রকাশিত কষ্ট মিশে আছে। সম্পর্ক ছিন্ন হলেও অনুভূতি অক্ষুণ্ণ থাকে; ভালোবাসার গভীরতা সেখানে এক নীরব আবেদন হিসেবে রয়ে যায়। চতুর্থ কবিতা মুখের হাসি, ছায়া আর হারিয়ে যাওয়া জোয়ারের মতো স্মৃতি দিয়ে বিচ্ছেদের বিষণ্নতা আঁকে। শেষের কবিতাটি বাঁধভাঙা নদীর স্রোতের প্রতীক ব্যবহার করে ইঙ্গিত দেয় যে সবকিছু ভেসে গেলেও অনুভূতি কখনো হারায় না—মনের কোণে প্রিয়জনের হাসি, স্পর্শ সবসময় অমলিন।পুরো কবিতা-সংকলনটি প্রেমিক-প্রেমিকার আলাদা হয়ে থাকার যন্ত্রণাকে নতুনভাবে প্রকাশ করেছে। এখানে নেই উচ্চকণ্ঠ চিৎকার; আছে নীরব আকুতি, ফিরে আসার মৃদু স্বপ্ন আর অমোঘ স্মৃতির ছায়া। প্রতিটি স্তবক মনে করিয়ে দেয় যে ভালোবাসা কেবল উপস্থিতির নয়, অনুপস্থিতিতেও তার নিজস্ব শক্তি ও সৌন্দর্য রয়েছে। শেষ পর্যন্ত এই কবিতাগুলো হৃদয়ের গভীর ভালোবাসাকে চিরকালীন প্রতিধ্বনি হিসেবে ফুটিয়ে তোলে—যেখানে হারিয়ে গেলেও প্রিয়জনের স্মৃতি ও প্রেম অম্লান থেকে যায়।


image.png

একগুচ্ছ অনু কবিতা
✨ "ফিরে আসার প্রতিধ্বনি" ✨

লেখা- মাকসুদা কাউসার

(১)
ছায়ার মাঝে লুকানো,
তুমি ছিলে সুখের আঁচল,
এখন কোথায় তুমি চলে গেলে,
এই নিঃশব্দ পথে।।

তবে কিছু কথা রয়ে গেছে,
তোমার চোখে, হাতের স্পর্শে,
তবে কি একদিন তুমি,
আমার কাছে ফিরে আসবে?

(২)
ঝরে পড়া পাতায় শব্দ নেই,
তবে তোমার সুর গায়,
তুমি ছিলে জীবন আমার,
আজও তোমার কথা জানায়।।

জীবন হারালেও কিছু থাকে,
তুমি আর আমি একসাথে,
তবে কি তুমি ফিরে আসবে,
যতটুকু ভুলেছি না?

(৩)
হৃদয়ের মাঝে এক হাহাকার,
কখনো তুমি, কখনো আমি,
যতটুকু তোমার সঙ্গে ছিলাম,
এখন সে পথ ভেঙে গেছে।।

তবে কিছুই হারায়নি,
হৃদয় থেকে শুধু যায়,
তবে কি তুমি ফিরে আসবে,
যতটুকু ভালোবাসি, তাই।।

(৪)
তোমার মুখে কিছু কথা,
হাসি ছিল, ছায়া ছিল,
তবে আজ সবই চলে গেছে,
মনে সে জোয়ারের আছড়ে।।

তবে এক পলকে ফিরে এলাম,
যতটুকু খুঁজেছিলাম,
তবে তুমি কোথায়, হারালে,
জীবন নিয়ে গেলাম।।

(৫)
বাঁধভাঙা নদী, স্রোতে যায়,
তবে কিছুই হারায়নি,
তুমি ছিলে আমার শরণ,
এখন মনে কিছুই নাই।।

মনে রেখেছি প্রতিটি কথা,
তোমার হাসি, তোমার স্পর্শ,
তবে কি একদিন ফিরে আসবে,
আমার জীবন নিয়ে?

জানিনা কেমন লাগলো আমার আজকের অনু কবিতা গুলো আপনাদের সবার কাছে। যদি আজকের অনু কবিতা গুলো আপনাদের মনটাকে এতটুকু ছুঁয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমি স্বার্থক। আপনাদের মতামত জানার অপেক্ষায় থেকে শেষ করছি।

পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 10 days ago 

ওয়াও আপনি তো খুব চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। ভিন্ন ভিন্ন টফিক নিয়ে লেখা অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আর এই ধরনের অনু কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। ধন্যবাদ চমৎকার চমৎকার টপিক নিয়ে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

 9 days ago 

আপনার শেয়ার করা এবং কবিতাগুলো খুবই সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি চমৎকার অনু কবিতা এখানে শেয়ার করেছেন তা খুব ভালোভাবেই শেয়ার করেছেন৷ এখানে এই অনু কবিতার লাইনের সামঞ্জস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ যখন আপনার কাছ থেকে এত চমৎকার কিছু অনু কবিতা পড়লাম তখন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ একই সাথে এখানে এই অনু কবিতা গুলোর ছন্দের মিল আপনি খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷