DIY ইভেন্ট- বাংলা গান কভার-তুমি কেন বোঝনি আমার ভালোবাসা || Cover by@maksudakar ||
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি দারুন আছেন সবাই। আমিও কিন্তু ব্যাস্তময় জীবনে বেশ ভালোই আছি। আর ভালো থাকবো নাই বা কেন? আমার বাংলা ব্লগ পরিবারের মত এমন একটি পরিবারের সাথে থাকলে কি আর ভালো না থেকে পারা যায়? যাই হোক বন্ধুরা আমরা কিন্তু সবাই কম বেশী গান শুনতে পছন্দ করি। কারন গান এমন একটি বিনোদনের মাধ্যম যা বেশ সহজেই দূর করে দিতে পারে আমাদের মনের ক্লান্তি। আর মনের কে করে দিতে পারে সজীব এবং সতেজ। আর তাই তো আমরা সবাই গানের জন্য পাগল হয়ে থাকি।
আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় তার ইউজারদের কথা মাথায় রেখে নতুন নতুন আয়োজন করে থাকে। আর এ জন্য আমরা সবাই আমাদের সবার প্রিয় @rme দাদার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। কারন দাদা যদি আমাদের জন্য এত সব কিছুর আয়োজন না করতো তাহলে আমাদের এত এত ক্রেয়েটিভিটি তৈরি হতো না। তৈরি হতো না আমাদের দ্বার কোন কবিতা বা নজর কাড়া ডাই পোস্ট গুলো। হঠাৎ দাদার এমন একটি পোস্ট দেখে খুব ভাবনায় পড়ে গিয়েছিলাম যে এত এত ব্যাস্ততার মধ্যে কি করবো? অবশেষে খুব চেষ্টায় একটি গান লিখে নিলাম। আর গানটির সুর করে নিজের গলায় গাওয়ার চেষ্টা করলাম।
ভালোবাসা বা বিরহ এমন একটি বিষয় যা মানুষের মনে গেথেঁ থাকে সারা জীবন। মানুষ কিন্তু দুটোর একটি কে ও নিজের মন থেকে মুছে ফেলতে পারে না। পারে না দূরে ঠেলে দিতে। আর মানুষ তার জীবনের প্রথম ভালোবাসা কে কখনও ভুলতে পারে না। তবে বিরহ কিন্তু মানুষ কে করে তুলে সৃষ্টিশীল। তবে মনের ভিতর বিরহের যে কষ্ট সেটা কিন্তু কাউকেই বুঝানো যায় না। আর যাবেও না। আর এমন কিছু বিরহ নিয়েই আজ আমার নিজের সুরে আর কন্ঠে আপনাদের জন্য একটি গান শেয়ার করলাম।
Banner credit --@maksudakawsar
গানটি নিয়ে কিছু কথা
গানটি নিয়ে কিছু কথা
গান | তুমি কেন বোঝনি আমার ভালোবাসা |
---|---|
মূল শিল্পী | মাকসুদা কাউসার |
গানটির সুরকার | মাকসুদা কাউসার |
গানের কথা | মাকসুদা কাউসার |
গান কভার | @maksudakawsar |
গানটির কভার করার ভিডিও লিংক
গানটির কভার করার ভিডিও লিংক
গানটির লিরিক্স
গানটির লিরিক্স
কেন শোননি আমার হৃদয়ের কথা
তুমি কেন বোঝনি আমার ভালোবাসা
কেন শোননি আমার হৃদয়ের কথা
তুমি কেন চলে গেলে বলে গেলে না
রেখে গেলে শুধু স্মৃতিরও বেদনা
তুমি কেন চলে গেলে বলে গেলে না
রেখে গেলে শুধু স্মৃতিরও বেদনা ।।
তুমি কেন বোঝনি আমার ভালোবাসা
কেন শোননি আমার হৃদয়ের কথা।।
হৃদয়ের গহীনে ব্যাথারও পাহাড়
তোমাকে খুঁজিঁ আজও দিয়ে মনপ্রাণ
হৃদয়ের গহীনে ব্যাথারও পাহাড়
তোমাকে খুঁজিঁ আজও দিয়ে মনপ্রাণ।।
তুমি কেন বুঝনি আমার চোখেরও ভাষা
কেন ভেবেছো শুধু নিজেরই কথা ।।
তুমি কেন বুঝনি আমার চোখেরই ভাষা
কেন ভেবেছো শুধু নিজেরও কথা ।।
তুমি কেন বোঝনি আমার ভালোবাসা
কেন শোননি আমার হৃদয়ের কথা।।
আজও খুঁজি তোমায় দুচোখ মেলে
জানি তুমি একদিন আসবে ফিরে
আজও খুঁজি তোমায় ওগো দুচোখ মেলে
জানি তুমি একদিন আসবে ফিরে।।
তুমি কেন দেখালে ওগো প্রেমের স্বপন
যে স্বপনে পড়ছে আমার এ মন
তুমি কেন দেখালে ওগো প্রেমের স্বপন
যে স্বপনে পড়ছে আমার এ মন।।
তুমি কেন বোঝনি আমার ভালোবাসা
কেন শোননি আমার হৃদয়ের কথা।।
তুমি কেন বোঝনি আমার ভালোবাসা
কেন শোননি আমার হৃদয়ের কথা
তুমি কেন বোঝনি আমার ভালোবাসা
কেন শোননি আমার হৃদয়ের কথা
তুমি কেন চলে গেলে বলে গেলে না
রেখে গেলে শুধু স্মৃতিরও বেদনা
তুমি কেন চলে গেলে বলে গেলে না
রেখে গেলে শুধু স্মৃতিরও বেদনা ।।
শেষ কথা
শেষ কথা
আসলে গান কখনও লেখা হয়ে উঠেনি। তবে দাদার এমন একটি আয়োজন দেখে নিজেকে মেলে ধরার চিন্তা করলাম। জানিনা জীবনের প্রথম লেখা গানটি আপনাদের কেমন লাগবে। আপনাদের মতামত পেলে আগামীতে আরও চেষ্টা করে যাবো।
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
আমার ব্লগটির সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে আমার ব্লগটি পড়ার জন্য সবাই কে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সবার প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Tweet
এই প্রথম আমি মনে হয় কারো নিজের লেখা গান ও গানের কভার দেখলাম আমার বাংলা ব্লগে। আপনার গানের কথাগুলো ভালো ছিল সাথে ভালোই সুর করেছেন আপু।
তাই নাকি সেটা তো জানা ছিল না আমার । যাই হোক আপনার মন্তব্য পেয়ে আরও উৎসাহিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার লেখা তুমি কেন বোঝনি আমার ভালোবাসা- গান আপনার কন্ঠে শুনে খুব ভালো লাগলো। সত্যি আপনার গান খুবই অসাধারণ হয়েছে । গানের কথা গুলো হৃদয় ছুঁয়ে যায়। আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত ভাবে গান কাভার করেছেন আপনি। আপনার গান পরিবেশন করার দক্ষতা খুবই অসাধারণ। এত সুন্দর গান আমাদের মাঝে মিষ্টি কন্ঠে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাইয়া আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
আপু সত্যি খুব সুন্দর একটি বিরহের গান লিখলেন, সুর করলেন আবার গাইলেন।খুব সুন্দর ছিল গানের কথাগুলো।ভালো হয়েছে আপু।এভাবে আরো লিখবেন,গাইবেন আশাকরি।ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
মাশাল্লাহ আপু অসাধারণ অসাধারণ হয়েছে। আপু আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ। আপনি নিজে গান লিখেছেন তারপর আবার সুর করছেন আপনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আপু সুন্দর করে মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
আপু আপনার লেখা ও আপনার কন্ঠে গাওয়া গানটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আপু আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। গানের কথাগুলো অসাধারণ ছিল আপু যেন হৃদয় ছুঁয়ে গেল।অনেক ধন্যবাদ আপু দারুন একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি আপু সুন্দর একটি গান রচনা করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।ধন্যবাদ আপু আপনার উৎসাহ মূলক মন্তব্যের জন্য।