দেন দেন যত পারেন আড্ডা দেন, গান শোনেন আর চা খান। আমরা আর কি করবো বলেন? দূর থেকে দেখে দেখে আফসোসই করব। বেশ ভালোই তো সময় কাটালেন দিদি। যাইহোক বর্ষার পরীক্ষার পর পর্যন্ত অপেক্ষায় রইলাম। তখন আমিও আসব ডুয়েট গান শুনতে। বেশ ভালো লাগলো দিদি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু আপনাদের দেখানোর জন্যই তো এই পোস্ট করা আপু।😁যাইহোক একদিন চলে আসুন সবাই মিলে একসাথে আড্ডা দিবো।অবশ্যই পরীক্ষার পর গান শুনতে পাবেন।ধন্যবাদ আপু।