আরে আপু পোস্ট তো সারা জীবনই করা যাবে। আগে তো সংসার আর বাচ্চা কাচ্চা। আপনি তো দেখছি গতকাল বেশ ঝামেলায় ছিলেন। যদি গতকাল বেস্ট ঝামেলায় ছিলেন। সত্যি কিন্তু আপু সুস্থতা সৃষ্টিকর্তার অশেষ রহমত। আর সেই রহমতের জন্য আমরা এখনো সুস্থ আছি। ভালো লাগলো বাবুর ব্যথা কমেছে এটা জেনে। শুভকামনা রইল আপনার জন্য এবং বাবুর জন্য।