হ্যাং আউটের পর্বগুলোাত অবশ্য আপনার দারাজ কন্ঠের গান অনেক শুনেছি। তবে বাদ্যযন্ত্রের সাথে যে আপনি এত সুন্দর করে সুরে সুরে গান করতে পারেন সেটাও আজ দেখলাম। শুভ ভাই আমার মনে হয় গান টাকে আপনি পেশা হিসেবে নিলে কিন্তু খারাপ হবে না। আপনার কণ্ঠে অনেক সুর আছে ভাই। কিপ ইট আপ। আমি বলবো জাস্ট এগিয়ে যান।
ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।