বেশ ভালইতো কাটছিল রোজা প্রথম দিকে। হঠাৎ কোথা থেকে গরম বাবাজি এসে হানা দিল। আর জীবনটাকে করে দিল অতিষ্ঠ। একটুকো ঘুমাতে পারি না। হ্যাঁ আপু এটা সত্য যে আমাদের তো কোনভাবে কেটে যাচ্ছে , কিন্তু যাদের একটাও ফ্যান নেই তাদের কথা ভাবলে মনটা বেশ খারাপই হয়ে যায়। আরেকটি কথা সত্য বলেছেন আপু। প্রকৃতি কখনো তার ঋণ রাখে না। সময় মত তা ঠিকই ফেরত দেয়।
একদম, প্রথম দিকে যা শান্তি লাগছিলো।