বাহ্ আপু আপনার ছোট বোনটি তো বেশ শান্ত। কি ভাবে মেহেদি দিয়ে বসে আছে। আর আপনার হাতের মেহেদিও কিন্তু বেশ সুন্দর। আপু চাঁদ রাতেই তো ঈদের আসল মজা। আমি কিন্তু চাঁদ রাতটিকে বেশ উপভোগ করি। তবে আপনার বানোনো নবাবী সেমাই কখনও বানানো হয়নি। ভাবছি এবার একবার ট্রাই করবো।