আপু আজ আপনি একটি বাস্তব সম্মত পোস্ট করেছেন। আজ আপনার পোস্ট টি পড়ে সেই ছেলে বেলার একটি কবিতা মনে পড়ে গেল।
করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে,-
পাছে লোকে কিছু বলে।
আর এই জন্যই আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারি না। সত্যি আপু অন্যেরা কি বলবে এই ভাবনায় অনেক মেধাবী মানুষ ঝড়ে গেছে অকালে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য।
একদম তাই, শুধু অন্যের কথাই ভাবতে থাকি।