দিদি বাঙালিরা বাঙালি বুফেই যাবে।বাঙালি খাবারের উপর আর কোন খাবার আছে নাকি।বাঙালি খাবার যে ভাবে তৃপ্তি করে খাওয়া যায় আমার তো মনে হয়ে বিদেশী খাবার গুলো সেরকম মজা করে খাওয়া যায় না। কিন্তু অবাক করা বিষয় হলো এসব রেস্টুরেন্টও নাকি একমাস আগে বুকিং দিতে হয়। তাও আবার লোকালয়ে অরন্য। যাক তবুও তো একসাথে দুই কাজ হলো। ঠাকুরও দেখা হলো । আবার বাঙালি খাবারও খাওয়া হলো।