সুন্দর একটি পোস্ট করেছেন। যেমন চিন্তাভাবনা তেমনি কাজ। এদেশের মানুষের প্রকৃত চিত্র এটি। কারো মধ্যে কোন ভয় নেই। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে লোকাল ট্রেনে চরাটাও কিন্তু অনেক রিক্সের। এত কিছু বোঝার পরও যে বাঙালি কেন এমন করে। কেন যে তারা সময় হয়েছে জীবনের বেশি মূল্য দিতে জানে না সেটাই বুঝিনা।
একটি দূর্ঘটনা পরিবারের জন্য অনেক বড় ক্ষতি। মানুষ এগুলো বুঝতে চায় না, এর ফলে ক্ষতির মুখে পরে যায়।