হি হি হি। অনেক সুন্দর তো। ব্যাচেলর আটকায় মাছ বাজারে। না ভাই এখন মাছ বাজারে সবাই আটকায়। যে হারে দাম বাড়ছে মাছের। দুদিন পড়ে মনে হয় শুধু ডাল আর আলু ভর্তা দিয়েই ভাত খেতে হবে। আপনার অনুভূতি গুলো পড়ে কিন্তু বেশ ভালোই লাগলো। কি আর করার ভাইয়া নিজের মাছ নিজেই কেটে হবে।