কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- "🌾 ভাগ্যের নির্মম ছায়া'' || Original Poetry by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।


image.png

জীবনে মানুষ যতই পরিশ্রম করুক না কেন, ভাগ্যের নির্মমতার সামনে অনেক সময় সে অসহায় হয়ে পড়ে। এই কবিতায় সেই বাস্তব অনুভূতির প্রতিফলন ঘটেছে। মানুষ স্বপ্ন দেখে, আশা নিয়ে এগিয়ে যায়, কিন্তু সব সময় সেই স্বপ্ন পূরণ হয় না। অনেক সময় অজান্তেই ভাগ্যের খেলার বল হয়ে যায় সে। কেউ অল্প চেষ্টায় অনেক কিছু পেয়ে যায়, আবার কেউ পরিশ্রম করেও সফল হয় না। এই বৈষম্যের মাঝেই লুকিয়ে আছে জীবনের কঠিন বাস্তবতা। তবুও কবিতায় হতাশার বদলে জাগ্রত হয়েছে এক অদম্য আশার বার্তা। এখানে বলা হয়েছে, মানুষ যতবারই ব্যর্থ হোক না কেন, তাকে আবার উঠে দাঁড়াতে হবে। কারণ অন্ধকারের পরই আসে আলো, দুঃখের পরই আসে আনন্দ। জীবনের প্রতিটি বিপর্যয়ই আসলে এক একটি শিক্ষা, যা মানুষকে আরও শক্ত করে গড়ে তোলে। ভাগ্য যেমন কাঁদায়, তেমনি হাসায়ও। কবিতার মূল বার্তা হলো, ভাগ্যের নির্মমতা কখনোই মানুষের সাহস আর আশাকে পরাজিত করতে পারে না। মানুষ যতই কষ্ট পাক না কেন, তার ভেতরের দৃঢ়তা ও বিশ্বাসই তাকে টিকিয়ে রাখে। জীবনের মানে হলো চলতে থাকা, লড়াই করা এবং প্রতিবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানো। ভাগ্যের নিষ্ঠুরতা যতই বড় হোক না কেন, শেষ পর্যন্ত জয় আসে সেই মানুষের, যে আশা হারায় না, চেষ্টা থামায় না। এইভাবেই কবিতাটি জীবনের সংগ্রাম, হতাশা আর পুনর্জাগরণের এক বাস্তব চিত্র তুলে ধরে। ভাগ্যের নির্মমতায় মানুষ অসহায় হলেও সে কখনো পরাজিত নয়—এই সত্যই কবিতার মূল সারাংশ।

স্ব-রচিত কবিতা
"🌾 ভাগ্যের নির্মম ছায়া'' ... "

লেখা- মাকসুদা কাউসার

ভাগ্যের নির্মমতায় মানুষ বড় অসহায়,
হঠাৎ ঝড়ে মেঘ নামে, আলো কোথায় যায়,
স্বপ্ন দেখে জেগে জেগে গড়ে নিজের ঘর,
ভাগ্যের খেয়ালে ভেঙে যায় সে স্বপ্নেরই পর।।

চেষ্টা করেও পায় না ফল, মন ভরে না সুখে,
পরিশ্রমের ফল যেন মিলায় ধূসর মুখে,
হাসির মাঝে কান্না লুকায় অজানা এক ক্ষণে,
জীবন যেন দুঃখ মিশ্র এক লম্বা গানে।।

কেউ বা পায় সব কিছু বিনা কষ্ট বিনা দুঃখে,
কেউ বা হেঁটে চলে একা, অন্ধকারের বুকে,
এই বৈষম্যের খেলায় কত মন ভাঙে,
ভাগ্যের লেখায় কি আছে কেউ জানে।।

আকাশ যেমন বদলায়, তেমনি সময়ও,
কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো সূর্যরো,
তবুও মানুষ আশা রাখে, জাগায় নতুন ভোর,
জীবন মানে লড়াই, এটাই আসল চোর।।

ভাগ্যের কাছে হার মানে না দৃঢ় মন,
ঝড়ের ভেতরও জ্বলে আশার প্রদীপ অনুক্ষণ,
অন্ধকার শেষে আসে আলোর দোলা,
জীবন মানে তাই নতুন করে গড়ারোলা।।

যে পড়ে সে উঠে আবার সাহস নিয়ে দাঁড়ায়,
ভাগ্যের নিষ্ঠুরতা তবু তাকে হারায় না,
মানুষ যতই কাঁদুক মনে বেদনার স্রোত,
আশার ডানায় ভর দিয়ে পাড়ি দেয় যত।।

ভাগ্য কখনো কাঁদায়, আবার হাসায়ও,
দুঃখের পরই সুখ আসে, এ সত্য চেনাও,
তাই তো মানুষ টিকে থাকে, বেঁচে থাকে প্রাণে,
ভাগ্যের নির্মমতাও হার মানে একদিন সময়ের টানে।।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 21 hours ago 

ভাগ্য সব সময় আমাদের সহায় হয় না। আর ভাগ্য নির্ধারণ করার ক্ষমতাও হয়ত মাঝে মাঝে আমাদের থাকে না। অসাধারণ কবিতা লিখে উপস্থাপন করেছেন আপু।