আমার বাংলা ব্লগ কবিতা:-পথের ধারে একা

in আমার বাংলা ব্লগyesterday (edited)

আসসালামু আলাইকুম, আমার বাংলা ব্লগের আমার সকল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝে চলে আসলাম সুন্দর একটি কবিতা শেয়ার করতে। আজকে যে কবিতাটি আপনাদের মাঝে উপস্থাপন করছি, সেটি হল পথের ধারে একা।

বিভিন্ন সময়ে আপনাদের মাঝে তো অনেক কিছুই শেয়ার করি, কখনো মোটিভেশনাল মূলক কথা বলি ।আপনাদেরকে উপদেশ দেই, কখনো বা আপনাদের মাঝে গান শুনাই, কখনো আবার কবিতা আবৃত্তি করে আপনাদের মাঝে উপস্থাপন করি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে আরও একটি সুন্দর কবিতা উপস্থাপন করছি।

sylas-boesten-TcC-bgu20ZQ-unsplash.jpg
Src

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHwKoMWBRmLojbYwVzV9tQHbQbS38qpoDVF7h1MKDoicCr8iqdBXbBpeXUAhSRs...v2uoYJLLGNKHUduDD6QojicEZMKyFqVqBMZbqeFstcERLXyHRx3F9DTnEwa2aLuKJt3RPuhi1j4YJwfM92kheG2sV3FFD2kYtYaQETCN5Y2txGb7x7NKKhqT3C.png

পথের ধারে একা


DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHwKoMWBRmLojbYwVzV9tQHbQbS38qpoDVF7h1MKDoicCr8iqdBXbBpeXUAhSRs...v2uoYJLLGNKHUduDD6QojicEZMKyFqVqBMZbqeFstcERLXyHRx3F9DTnEwa2aLuKJt3RPuhi1j4YJwfM92kheG2sV3FFD2kYtYaQETCN5Y2txGb7x7NKKhqT3C.png

পথের ধারে বসে আছি,
আমি একা চুপচাপ।
চারপাশে শুধু শান্তির নীরবতা,
মন ভরে যায় এক স্বপ্নের ভাবনায়।
হাওয়ার ঝিরঝির ছোঁয়ায় যেন বুকটা কেঁপে ওঠে,
দূরে কেউ নেই,
আছে শুধু আমি আর আমার ছোট্ট পৃথিবী।

আকাশে মেঘেরা করছে খেলা,
পাখিরা মেলেছে ডানা আপন মনে।
কখনো মন বলে একা থাকারও আলাদা সুখ আছে।
চোখে ভেসে আসে ফেলে আসা সেই দিনগুলি ,
মনের ভেতরে থাকা অনেক স্মৃতি,
অনেক কথা বলে যাই আপন মনে বিনা শব্দে।

এই ভাবনায় ডুবে থাকি আমি সব সময়,
গাছের ছায়ার নিচে যেন একটু শান্তি পাই।
পথে চলা মানুষেরা দেখবে,
আমি বসে আছি চুপটি করে।
শান্ত ঘাসে হাত ছুঁয়ে অনুভব করি জীবন,
একা থাকলেও মন চায় ভালো থাকি প্রতিদিন প্রতিক্ষণ।

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHwKoMWBRmLojbYwVzV9tQHbQbS38qpoDVF7h1MKDoicCr8iqdBXbBpeXUAhSRs...v2uoYJLLGNKHUduDD6QojicEZMKyFqVqBMZbqeFstcERLXyHRx3F9DTnEwa2aLuKJt3RPuhi1j4YJwfM92kheG2sV3FFD2kYtYaQETCN5Y2txGb7x7NKKhqT3C.png

বন্ধুরা আমি আশা করি কবিতাটি পড়ে আপনার বেশ ভালো লেগেছে। আপনি এই নরম অনুভূতিকে অনুভব করতে পারবেন। এসবই মিশিয়ে তোলে শব্দের চলন আর হৃদয়ের গভীরতায়। আমি সেই নরম স্পর্শ ঠিক রাখারই চেষ্টা করেছি, আমার মনে হয় কথাগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে, যদি এতোটুকু পরিমাণে ভালো লাগে, অবশ্যই আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন।

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHwKoMWBRmLojbYwVzV9tQHbQbS38qpoDVF7h1MKDoicCr8iqdBXbBpeXUAhSRs...v2uoYJLLGNKHUduDD6QojicEZMKyFqVqBMZbqeFstcERLXyHRx3F9DTnEwa2aLuKJt3RPuhi1j4YJwfM92kheG2sV3FFD2kYtYaQETCN5Y2txGb7x7NKKhqT3C.png

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.