জীবনের গল্প: একজন চাকরিজীবী ও খেটে খাওয়া মানুষের দিনযাপন
শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভাল আছি। বরাবরের মতো আজকে আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বলে আমাদের ছোট্ট পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করছি। আশা করি আমার পোষ্টের কথাগুলো আপনাদের বেশ ভালো লাগবে।
বন্ধুরা আজকে আমরা জানবো একজন চাকরিজীবী ও একজন খেটে খাওয়া মানুষ যে দিনমজুর মাঠে চাষ করে একজন কৃষকের জীবন যাপন সম্পর্কে।
অবশ্যই আমরা এটা জানি একজন চাকরিজীবী এবং একজন কৃষকের জীবনযাত্রা অনেকখানি আলাদা হয়, কিন্তু কি কারনে আলাদা হয় এবং কোন কোন বিষয়ের উপর আলাদা হয় সে সম্পর্কে আমরা কিছুটা বিস্তারিত আজকের এই পোস্টে ছোট্টভাবে জানবো। আশা করি অনেকেরই অজানা এই কথাগুলো আজকে আমি শেয়ার করতে চলেছি আপনাদের মাঝে।
সাধারণত একজন চাকরিজীবীর জীবন যাপন এমন হয়। সকালবেলা ঘুম থেকে উঠে অফিসের জন্য প্রস্তুতি নেওয়া একজন চাকরিজীবীর দৈনন্দিন রুটিন। নাম ধরে সবাই তাকে চেনে, অফিসে তার দায়িত্ব অনেক। সময়মতো কাজ শেষ করা, মিটিংয়ে অংশ নেওয়া, সহকর্মীদের সঙ্গে সমন্বয় করা সবই তার কাজের অংশ। তার নামের সঙ্গে জড়িয়ে আছে দায়িত্ব ও বিশ্বাস। কারণ তার যে কাজ দেওয়া হয়েছে সেই কাজে যদি এতোটুকু পরিমাণে অবহেলা করে তাহলে অনেক কিছু সম্মুখীন হতে হয়ে থাকে। তাই তাকে সবসময় সতর্ক থাকতে হয় তার কাজ যথাযথ সময়ে শেষ করার প্রয়োজন হয়।
অন্যদিকে, খেটে খাওয়া একজন মানুষ প্রতিদিন সকালে কাজের খোঁজে বের হন। কখনো নির্মাণস্থলে, কখনো রাস্তায় কাজ করেন। তার কাজের কোনো নির্দিষ্ট সময় নেই, নেই নির্দিষ্ট জায়গা। তবুও তিনি পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটান। কিন্তু ওদিক থেকে দেখলে একজন খেটে খাওয়া মানুষ অনেক বেশি সুখী কারণ তার মাথায় তেমন কোন চিন্তা থাকে না, যে আমাকে এটা শেষ করতেই হবে। যদি তার সামনে কাজ পড়ে সে কাজ করবে, যদি না থাকে তাহলে সে যথাযথভাবে বাড়ি ফিরে আসবে তার মাথায় কেন তেমন চিন্তাভাবনা থাকে না।
দুজনের জীবন আলাদা হলেও, লক্ষ্য এক কারণ তারা দুজনেই চাই তাদের পরিবারের সুখ ও নিরাপত্তা। একজন অফিসের চেয়ারে বসে কাজ করেন, আরেকজন রোদে-ঘামে পরিশ্রম করেন। তবে উভয়ের পরিশ্রমই সমান মূল্যবান।
জীবনের এই পথে, নামের পেছনে লুকিয়ে থাকে অনেক গল্প। চাকরিজীবীর নামের সঙ্গে জড়িয়ে থাকে পেশাদারিত্ব, আর খেটে খাওয়া মানুষের নামের সঙ্গে জড়িয়ে থাকে সংগ্রাম। তবে উভয়েই তাদের নামের মর্যাদা রাখার জন্য প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছেন।
যাই হোক বন্ধুরা আপনাদের মাঝে একজন খেটে খাওয়া মানুষ ও একজন চাকরিজীবী মানুষ সম্পর্কে কিছুটা কথা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন, সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
https://x.com/md_mamun123456/status/1914341219951612092
Upvoted! Thank you for supporting witness @jswit.