আমার বাংলা ব্লগ কবিতা:- প্রিয় সময়

in আমার বাংলা ব্লগ2 months ago

বন্ধুরা, জীবনটা আসলে সময়ের সমষ্টি। এই সময়গুলো কখনো দ্রুত ছুটে চলে যায়, আবার কখনো ধীরে কাটে। কিন্তু এই সবকিছুর মাঝে কিছু বিশেষ মুহূর্ত থাকে, কিছু 'প্রিয় সময়' থাকে, যা আমাদের সব সময় মনে রাখতে হয়। যা আমাদের মনে চিরদিন গেঁথে থাকে। সেই সময়গুলো আমাদের অন্যরকম শান্তি দেয়, নতুন করে বাঁচতে শেখায়। যখন আমি আমার জীবনের পাতা উল্টে দেখি, তখন অনেক 'প্রিয় সময়' আমার সামনে ভেসে ওঠে। সেই সব মুহূর্তগুলো নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি এই কবিতায় ছলে ছলে।

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য একটি সুন্দর কবিতা নিয়ে এসেছি। আশা করি কবিতাটি মনোযোগ সহকারে পড়লে আপনাদের ভালো লাগবে।

samuel-regan-asante-AhMwEbtdkRA-unsplash.jpg

Src

প্রিয় সময়

দিনগুলো যখন ভীষণ কাজের ভিড়ে,
মন যখন ছুটে বেড়ায় অজানার পানে,
তখন আমি খুঁজি এক টুকরো শান্তি,
আমার প্রিয় সময় ঘোচায় সকল ক্লান্তি।

হয়তো সেই ক্ষণে একা বসে থাকি,
বারান্দায় বসে মেঘেদের ছবি আঁকি।
কখনো ভোরের ঘুম ভাঙা এক পাখি,
নতুন আলোয় আমি নতুন স্বপ্ন দেখি।

মাঠের সবুজ বুকে হাঁটার সুখ,
তাজা হাওয়ায় বুক ভরে যায়।
ঝিরিঝিরি বৃষ্টিতে সুন্দর ভেজা সন্ধ্যা,
হারানো দিনের গল্পে ছন্দ মেতে ওঠে।

নদীর ধারে বসে জলের কলতান শুনি,
এটা মনে কত সুখের স্মৃতি আনে।
যখন তারার আলোয় আকাশ দেখি,
নিঃশ্বাসে এক বুক নতুন আশায় ভরে যায়।

সবকিছু ফেলে যখন মন শান্ত হয়,
সেটাই আমার সবচেয়ে প্রিয় সময়।
এই মুহূর্তগুলো বড়ই আপন,
এতেই যেন খুঁজে পাই জীবনের মানে।

বন্ধুরা, আমার মনে হয়, জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই আসল। এই ব্যস্ততার মাঝেও যখন আমরা নিজেদের জন্য একটু সময় বের করতে পারি, প্রকৃতির সাথে মিশে যেতে পারি, প্রিয়জনদের সাথে কিছু গল্প ভাগ করে নিতে পারি, তখনই জীবনটা যেন আরও সুন্দর হয়ে ওঠে। এই 'প্রিয় সময়'গুলো আমাদের শক্তি দেয়, নতুন করে বাঁচতে শেখায়। জীবনের এই টুকরো মুহূর্তগুলোই সারাজীবন আমাদের চালিকাশক্তি হয়ে থাকে।

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.