হুট করেই শরীরটা অনেক খারাপ

in আমার বাংলা ব্লগ3 days ago

কেমন আছেন আপনারা সবাই, অবশ্যই আপনারা ভালো আছেন। আর সব সময় ভালো সুস্থ থাকেন, এই দোয়া ও কামনা করি। তবে সত্যি কথা বলতে আমি খুব একটা বেশি ভালো নেই। কারণটা হচ্ছে গত চার দিন যাবত এত পরিমাণে জ্বর সর্দি কাশি হয়েছে যেটা একেবারেই অসহ্যনীয়।

বুঝতে পারলাম না হঠাৎ করে কেন জ্বর সর্দি কাশি হয়ে গেল। তবে কিছুটা আনুমানিক করেছি, আসলে প্রচন্ড রোধে দুপুরবেলা কাজ করে এসে যখন বাসায় এসে খাওয়া দাওয়া করি। তখন গরমের ভেতরেই ঘরে কিছুটা সময় রেস্ট নেওয়া হয়।

আর এই উত্তপ্ত গরম শরীরকে আরো বেশি গরম করেছে, যার কারণে মনে হয় হঠাৎ করেই সর্দি জ্বর কাশি সবকিছুই একসাথে ধরা পড়েছে। আসলে বিদেশের মাটিতে তো আর চাইলেই ডাক্তারের কাছে যাওয়া যায় না, বাংলাদেশে যেমন একটু জ্বর সর্দি হলেই ডাক্তারের কাছে ছুটে যায় 20 50 টাকার ওষুধ কিনলে ঠিক হয়ে যায়।

তবে আসলে এখানে তেমনটা নয়, এখানে ডাক্তারের কাছে যাইতে হলে অনেক দূরে যাইতে হয়। আর বেশ ভালো টাকা খরচ হয়, যার জন্য মনে চাইলেও যাইতে পারিনা কোন ডাক্তারের কাছে।

তবে দেশ থেকে আসার সময় টুকিটাকি কিছু ঔষধ নিয়ে এসেছিলাম, তা খাচ্ছি এখন আপাতত কিছুটা সর্দি জ্বর কমছে। কিন্তু কাশিটা বেশ ভালো করা হয়ে গেছে। কাশি কোনরকমেই থামছে না, এখন দেখি কালকে পর্যন্ত যদি ঠিক না হয় তাহলে ডাক্তারের কাছে যেতেই হবে।

নিজের এই অসুস্থ নিও কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো আপনারা অনেক কিছুই মনে করতে পারেন। তবে আসলে চাচ্ছিলাম আমি আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করে মনটাকে একটু হালকা করার, যার জন্যই আর কি আপনাদের সাথে বলা।

যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন, যেন তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যায়। কারণ এই বিদেশের মাটিতে অসুস্থ হয়ে থাকলে অনেক অসুবিধা, যে অসুবিধার কথা একমাত্র যারা প্রবাসী আছে তারাই জানে। বাকিদের বললেও বুঝবে না আসলে কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিদিন।

যাইহোক আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।

Posted using SteemMobile

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin