স্বপ্ন দেখলেই যে পূরণ হতে হবে সেটা নয়

in আমার বাংলা ব্লগ3 days ago

সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আজকে আমার আরও একটি নতুন পোস্টে। আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, মনটাও ভালো আছে মোটামুটি মনে হচ্ছে সবার। আর যদি কখনো মন খারাপ থাকে, তাহলে এটুকু মনে রাখবেন, সময় সবকিছু ঠিক করে দেয়, শুধু ধৈর্য রাখতে হবে।

alexander-grey-zi1GRsLym3s-unsplash.jpg
Src

আজকে আমি এমন একটি বিষয় নিয়ে লিখতে বসেছি যা আমাদের সবার জীবনের সঙ্গে খুব গভীরভাবে জড়িয়ে আছে। হয়তো আমরা অনেকেই নিজের মনে এই কথাটি বারবার বলি, স্বপ্ন দেখলেই তো হয় না, সেই স্বপ্নটাকে সত্যি করতে হলে পরিশ্রম করতে হয়। আজকের লেখাটি ঠিক এই কথারই উপর ভিত্তি করে লিখলাম।

মূলত, সবাই চায় তাদের স্বপ্ন সত্যি হোক, আর স্বপ্ন দেখতে কে না ভালোবাসে? বড় হয়ে তুমি কী হতে চাও? এই প্রশ্নটা আমাদের ছোটবেলায় জিজ্ঞাসা করা হত। সেই সময়, আমাদের বেশিরভাগই, ছেলে-মেয়ে উভয়ই, বলতাম আমরা ডাক্তার ভাবো, পাইলট বা গায়ক হতে চাই। এই ছোট ছোট স্বপ্নগুলোই ধীরে ধীরে বড় হতে থাকে আমাদের মনে। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই তো স্বপ্ন পূরণ হয় না, তাই না? সেটা বাস্তবে পরিণত করতে হলে তার জন্য পরিমাপ মতো পরিশ্রম করতে হয় আর যে করতে পারে সেই হয় সফল, আর যে পারে না সে হয় ব্যর্থ।

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHwKoMWBRmLojbYwVzV9tQHbQbS38qpoDVF7h1MKDoicCr8iqdBXbBpeXUAhSRs...v2uoYJLLGNKHUduDD6QojicEZMKyFqVqBMZbqeFstcERLXyHRx3F9DTnEwa2aLuKJt3RPuhi1j4YJwfM92kheG2sV3FFD2kYtYaQETCN5Y2txGb7x7NKKhqT3C.png

আসল কথা হচ্ছে, স্বপ্ন দেখার পর সেই স্বপ্নের জন্য কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরতে হয়। কারণ স্বপ্নের পথটা সব সময় কাঁটায় ভরা থাকে। সেখানে আমাদের বারবার হোঁচট খেতে হবে, বেশিরভাগ সময়ই আমাদের মাঝে ব্যর্থতাই দেখা দেয় বেশি, কিন্তু এত ব্যর্থ হওয়ার পরও একবার যদি সফল হওয়া যায় সেটাই সবচেয়ে আনন্দের। এমন একটা সময় আসে যখন আমাদের চারপাশের মানুষ বলে, এটা তোমার দ্বারা হবে না। কিন্তু বন্ধুরা এই কথা শুনে থামা যাবে না। কারণ যদি স্বপ্ন সত্যি করতে চাও, তাহলে হাঁটতে হবেই। হারতে হারতেই একসময় সফল হওয়া সম্ভব না থাকে।

আমরা অনেক সময় এমন কিছু মানুষকে দেখি যারা খুব অল্প সময়েই অনেক বড় হয়ে গেছে। তখন মনে হয়, তার হয়তো কপাল ভালো ছিল। তবে, আমাদের ভেতর অনেকেই জানি না যে সেই কপালের আড়ালে লুকিয়ে আছে অনেক অশ্রু, কঠোর পরিশ্রম, হাজার হাজার অকল্পনীয় কষ্ট এবং অস্থির রাত।

সবাই স্বপ্ন দেখে, কিন্তু সবাই সেই স্বপ্নের পেছনে ছুটে না। কেউ কেউ মাঝপথেই হাল ছেড়ে দেয়, আর কেউ কেউ ধৈর্য নিয়ে লড়ে যায় শেষ পর্যন্ত। যারা লড়ে যায়, তারাই একদিন দাঁড়িয়ে যায় সফলতার শিখরে। তাদেরকে ও স্থান থেকে নামানো তখন মোটেও সম্ভব হয় না।

তবে আপনি কখনোই এটি ভাববেন না, স্বপ্ন পূরণ মানে এই না যে এক রাতেই সব হবে। প্রতিদিন একটু একটু করে এগোতে হবে। আজ যদি তুমি একটি ছোট কাজ করো, আগামীকাল আরেকটি করো, এভাবে করে একদিন দেখবে তুমি অনেকটা পথ পেরিয়ে এসেছো। সবচেয়ে বড় কথা হলো, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। তাহলেই এক সময় হয়তো আপনি আপনার স্বপ্নটাকে সত্যি করতে পারবেন।

অনেক সময় মনে হবে আর পারছিনা। চারপাশের মানুষ যখন আপনার স্বপ্নকে অবহেলা করবে, তখন নিজেকে প্রশ্ন করবেন, আমি কেন শুরু করেছিলাম? সেই উত্তরটাই তোমাকে আবার শক্তি দেবে, আবার পথ দেখাবে।

বন্ধুরা, স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নকে বুকে লালন করে যারা দিনের পর দিন চেষ্টা করে, তারাই একদিন সফল হয়। তাই, কখনোই ভাবো না যে তোমার স্বপ্ন অসম্ভব। কঠোর পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে যেকোনো স্বপ্নই একদিন বাস্তব হবে, ইনশাআল্লাহ।

ধন্যবাদ সবাইকে আমার এই ছোট্ট পোস্টটি এতদূর পড়ে আসার জন্য। আশা করি লেখাটি আপনাদের হৃদয়ে পৌঁছেছে। কিছুটা হলেও ভালো লেগেছে

8DAuGnTQCLptHK3w4xbU3SMDsfFVWre2qvkWUixoMRzeeZtji4NxLgiTYyiGxQnfGJZoc8RV7GLtVc3jKQxkFzjciabSGZqjH69ANkV8oi7JEXNEy2bKf47avnLd5xdJaNTsKaXgv9PzNXk2Fnefcttwiear8xpAZEAy9JrauFL_1.png

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

আমাদের জীবনের স্বপ্ন পূরণ হবে এমনটা কখনোই সম্ভব না। কিছু কিছু স্বপ্নের অপূর্ণতাই আমাদের জীবনে পূর্ণতা পায়। সকল ধরনের স্বপ্ন যদি পূর্ণ হয় তাহলে আমরা জীবনে কি অপূর্ণতা নিয়ে বাঁচবো। কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো পূর্ণতা হওয়া থেকে না পূর্ণতা হযওয়া বেশি শ্রেয়।

 3 days ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মুল্যবান মতামতের জন্য।