হৃদয়ের কথা বলার জন্য শব্দ নয় অনুভব লাগে
সবাই কেমন আছেন বন্ধুরা, অবশ্যই আপনারা বরাবরের মতো ভালোই আছেন। আপনাদের মাঝে আজকে চলে আসলাম আবারও ছোট্ট একটি প্রশ্ন। আজকের এই ছোট্ট পোস্টে আপনাদের মাঝে বেশ কিছু কথা শেয়ার করব। আশা করি বন্ধুরা কথাগুলো আপনাদের ভালো লাগবে।
আমরা মানুষ হয়ে জন্মেছি আর এই মানব জীবনে আমাদের জীবনে অনেক কথা থাকে যেগুলো সবার সামনে বলা যায় না, যেসব কথাগুলো অনেক ক্ষেত্রে লেখা যায় কিন্তু কিছু অনুভূতি আমাদের মাঝে সবার থাকে যেগুলো শব্দ দিয়ে ধরা যায় না। যেমন ধরতে পারেন ভালোবাসা কৃতজ্ঞতা খুব দুঃখ এসব অনুভব করতে হয়। এগুলো মানুষকে বলে বোঝানো খুবই কষ্টকর। যা একজন মানুষ তার হৃদয় দিয়ে অনুভব করে মুখে বলার চেয়ে তার চোখের ভাষায় সবকিছু বলে দেয়।
অনেক সময় আমরা দেখি কেউ খুব বেশি কথা বলে কিন্তু সেই কথাগুলোর ভেতরে কোন গভীরতা থাকে না। আবার আমাদের ভেতরে এমন অনেক মানুষ আছে যারা খুবই কম কথা বলে কিন্তু সে একটু নীরব হয়ে থেকেও হাজারো শব্দের বিষয় প্রকাশ করে মানুষের সাথে। তাহলে এখানে একটা বিষয় বোঝা যায় হৃদয়ের কথা বলার জন্য শব্দ নয় আমাদের মনের অনুভব লাগে।
ঠিক ভালোবাসা, এই ভালোবাসা শুধুমাত্র একটা চেহারা নয়। আমরা সবাই বলি ভালোবাসি ভালোবাসি কিন্তু ভালবাসার কি কোন চেহারা আছে। এ বিষয়টা আপনি বুঝতে পারেন যখন কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আপনি কিভাবে টের পান আপনার সামনের মানুষ আপনাকে ভালোবাসে, যখন দেখেন তার ব্যবহার আচার-আচরণ চেঞ্জ হয়ে গিয়েছে, যখন সে মুখে না বলে তার চোখের ভাষায় আপনাকে নিশ্চয়তা দেয়। তখনই বোঝেন আপনার সামনের মানুষটি আপনাকে কত ভালোবাসে।
ঠিক তেমনি, দুঃখের সময়ও কিছু মানুষ শুধু উপস্থিত থেকেই বোঝায় যে তারা পাশে আছে। কিছু মানুষ শুধু একটা চাহনিতে, একটা হাসিতে বলে দেয় যে তারা বুঝতে পারে—আপনার না বলা কথা, চেপে রাখা যন্ত্রণা। এমন মানুষই জীবনকে অর্থ দেয়। কারণ তারা শুধু শুনে না, তারা "অনুভব" করে।
তাই বলি সব কথা বলার দরকার নেই, সব ভালোবাসা শব্দে প্রকাশের দরকার হয় না। যারা সত্যিকারের অনুভব করে, তাদের কাছে চুপচাপ থাকাটাই অনেক বড় ভাষা।
নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা



Upvoted! Thank you for supporting witness @jswit.
My X link
https://x.com/md_mamun123456/status/1940440180043006137