আমার বাংলা ব্লক কবিতা:- না বলা কথা

in আমার বাংলা ব্লগyesterday

সবাই কেমন আছেন আমার সকল বন্ধুরা? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজ আমি একটা ছোট্ট কবিতা নিয়ে এসেছি, এবং আশা করি কবিতার কথাগুলো আপনাদের ভালো লাগবে। সাধারণত যে কথাগুলো আমরা অনেকবার মনে মনে ভাবি, কিন্তু ঠিকঠাক বলতে পারি না। সেই না বলা কথা নিয়ে ছোট্ট এই কবিতাটি সাজিয়েছি, আমার ছোট্ট এই মনের জড়ানো অনুভূতি নিয়ে এই কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

একটা জিনিস নিজেই ভাবুন, আমরা অনেক সময় এমন কিছু কথা বলতে চাই যে কথাগুলো বলতে গিয়েও আটকে পরি নিজের অজান্তেই সে কথাগুলো বুকের ভেতর জমা রাখি। মনে মনে এমনটা ভাবি যদি কোনভাবে এই কথাগুলো কারো সাথে একটুখানি শেয়ার করতে পারতাম তাহলে মনে হয় মনটা হালকা হয়ে যেত।

তাই বন্ধুরা আজকে ভাবলাম সেই না বলা কথার বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু একটা শেয়ার করা যাক।

না বলা কথা

অনেক কথা ছিল, বলার মতো,
কিন্তু চুপটি করে রেখে দিলাম মনে সব।
মন ভরে থাকা ভাঙনগুলো লুকিয়ে রাখলাম,
জানি কেউ শুনবে না , তাইতো চুপচাপ হাসলাম।

না বলা কথা কত, হৃদয়ে জমে থাকে,
একটু সাহস থাকলে হয়তো বলা যেত ইচ্ছে মতো।
শব্দ খুজিনি কখনো,
ভয় পেয়েছি কেউ বুঝবে তো?
এই চুপ করে থাকাটাই,
অনেক গল্প গড়ে ওঠে জীবনে।

কখনো মনে হয়,
বলতে গেলে মন ভেঙে যাবে,
না বলা কথার বোঝা অনেক ভারি,
বুকে সাঁটিয়ে রাখি সব খানি।
তুমি জানো না হে প্রিয় ,
সেই না বলা কথা কত প্রিয়,
যেগুলো আকাশে ঝরে যায়,
মাটির গায়ে হারায় যাই।

কখনো কেঁদে ফেলি না বলা কথার জন্য,
তবু মনে হয় আমার ছোট্ট এই মনে,
তারা আমার ভাগ্যে লিখে যায় অদৃশ্য অক্ষরে।
জানি সময় আসবে আর কিছু কথা বাইরে ছুটবে,
আমার চুপ থাকা সেই না বলা কথা গুলো মুক্তি পাবে।

তাই বলি, সব কথা বলা হয় না,
বেশিক্ষণ মুখ খোলা মানেই ভালো নয়।
কয়েকটা কথা মনের ভিতর রাখা ভালো,
সেই না বলা কথাগুলোই তো আসল মিলনের আলো।

বন্ধুরা না বলা কথা নিয়ে আপনাদের মাঝে ছোট্ট কয়েক লাইনের এই কবিতা শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই একটুখানি জানাবেন। আপনাদের উৎসাহ পেলে আরো কিছু লিখতে পারবো সামনে।

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম, আর আপনারাও ভাবুন, আপনার মনের না বলা কথা গুলো কত সুন্দর হতে পারে। যতবারই হোক, কিছু না বলা কথা রাখুন হৃদয়ে শান্তির জন্য।

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Posted using SteemMobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

@jswit reply-off

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin