কবিতা-নতুন অতিথি|

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি কবিতা লিখতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


নতুন অতিথি:


baby-7486419_1280.jpg

Source



নতুন অতিথির আগমনে,
আনন্দে মেতে উঠে সবাই।
কি যে খুশি তার,
প্রিয় পরিবার।


ছোট্ট ছোট্ট পায়ে,
এসেছে আমাদের ঘরে।
আলোকিত হয়েছে সব,
তার খুশির আমেজে।



বাড়ি ভর্তি মেহমান,
সবার মুখে শুধু অতিথির নাম।
করছে সবাই আনাগোনা,
দেখতে সে হয়েছে কেমন।



বাবা নাকি মা,
কার মতো হবে দেখতে।
তাদের প্রিয় সেই,
আদরের সন্তান।



যেমন হোক প্রিয়,
আমাদের সেই অতিথি।
বেঁচে থাকুক সুস্থ ভাবে,
আল্লাহর কাছে এই কামনা করি।


পরিবারে যখন নতুন অতিথির আগমন হয় তখন সবাই খুবই খুশি হয়।আসলে পরিবারের নতুন সদস্য এলে খুবই ভালো লাগে।তাকে নিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়ে।সবাই এসে ভিড় করে তাকে দেখতে।সবার মুখে শুধু সেই অতিথির আলোচনা চলে।বাবা মা তো তাকে পেয়ে ধন্য সেই সাথে রয়েছে তার পরিবারবর্গ।সকলের চোখের মনি হয়ে উঠে আমাদের প্রিয় অতিথি।আর সেই প্রিয় অতিথিকে নিয়ে লেখা আজকের কবিতা।আজ আশা করছি কবিতাটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 yesterday 

আজকে আপনার নতুন অতিথি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।নতুন অতিথি কবিতাটি পড়া অনেক ভালো লাগলো। আর ঘরে নতুন অতিথি আসলে খুশির সীমা থাকে না। ধন্যবাদ চমৎকার অনুভূতি দিয়ে নতুন অতিথি নিয়ে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।