গল্প-একটি দরিদ্র মেয়ের বড় হওয়ার গল্প(পর্ব ১৩)||

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি গল্প শেয়ার করতে যাচ্ছি।গল্প লিখতে বা পড়তে ভীষণ লাগে আমার।কিন্তু সময়ের অভাবে হয়তো সেটা হয়ে উঠে না।আজ আমি একটি দরিদ্র মেয়ের বড় হওয়ার গল্প (পর্ব ১৩) লিখতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


একটি দরিদ্র মেয়ের বড় হওয়ার গল্প(পর্ব ১৩):


vietnam-4905789_1280.jpg

Source


অয়ন ছাবিনার হাত ধরে বলে তুমি আমাকে যেমনটা ভাবছো আসলে আমি তেমনটা নই।আমি তোমাকে মন থেকে ভালবাসি। তোমার পরিবার দেখে তোমাকে ভালবাসিনি। যেদিন তোমার ছবি দেখেছিলাম তোমার কথা শুনেছিলাম সেদিন তোমাকে আমি আমার মনে ঘরে জায়গা করে দিয়েছিলাম।আমি কখনোই তোমার পরিবার নিয়ে কোন আফসোস করি না।


আমি শুধু তোমাকে একটু ভালো রাখতে চাই।আমি চাই সারা জীবন তুমি আমার পাশে থেকে আমার হাতে হাত রেখে আমার জীবনটাকে আরো সুন্দরভাবে গড়ে তোল। তোমার মত একজন বউ পেয়ে সত্যি আমি বড় ভাগ্যবান।তুমি অনেক লক্ষী একটি মেয়ে।আমি এমনই একটি মেয়ে আমার জীবন সঙ্গী হিসেবে চেয়েছিলাম


তুমি কিভাবে বলতে পারলে এসব কথা। আমি কখনো তোমার থেকে এমন কিছু আশা করিনি।তুমি কি কখনো আমাকে বুঝতে পারবে না।আমি তোমাকে সত্যিই অনেক ভালোবেসে ফেলেছি। এরপর ছাবিনা নীরব চোখে অয়নের দিকে তাকিয়ে থাকে।তার চোখ থেকে যেন পানি পড়ছে। এরপর ছাবিনা বলে আমি খুবই দুঃখিত আপনাকে এভাবে কষ্ট দিয়ে কথা বলার জন্য।


আপনি সত্যি অনেক ভালো মনের একটা মানুষ। পারলে আমাকে ক্ষমা করে দিয়েন।আমি আসলে সব সময় পড়াশোনা কথা ভেবেছি। কখনো চাইনি এভাবে নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করতে। আমার অনেক স্বপ্ন রয়েছে দুচোখ জুড়ে। জীবনে বড় কিছু করার খুবই ইচ্ছে ছিল। বাবা মার কষ্ট ভাইদের কষ্ট দূর করা আমার একমাত্র লক্ষ্য।আমি চাইতাম তারাও যেন তাদের মেয়ের সাফল্যে একটু সুখ খুঁজে পায়।


আমার বাবা মা জীবনের অনেক কষ্ট করেছে।আমি চাইনা তারা আর এভাবে এই বয়সে এসে কষ্ট করুক।অয়ন বলে আমি তোমার পাশে সব সময় থাকবো।তোমার স্বপ্নগুলো আজ থেকে শুধু তোমার নয়।আমাদের দুজনের স্বপ্ন হয়ে থাকবে। দুজন মিলে স্বপ্ন গুলোকে ঠিক একদিন পূরণ করব। কথাগুলো শুনে ছাবিনা কান্না শুরু করে দেয়।আর বলে সত্যিই আপনি অনেক মহান মনের একজন মানুষ।সকালবেলায় সাবিনার উঠতে একটু দেরি করে উঠে। উঠে সে চারপাশে অয়নকে দেখতে পায় না।চারিদিকে খোঁজাখুঁজি করে।এরপর অয়ন এক ঘন্টা পর একটি সারপ্রাইজ গিফট নিয়ে ছাবিনার সামনে এসে দাঁড়ায়। ছাবিনার জন্য অয়ন কি সারপ্রাইজ গিফট এনেছিল সেটা জানতে হলে অবশ্যই পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে।আজ এই পর্যন্ত।ধন্যবাদ সবাইকে।


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।