জেনারেল রাইটিং-মায়ের প্রিয় গহনা হারানোর গল্প।

in আমার বাংলা ব্লগ16 days ago

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজ মনটা ভীষণ খারাপ।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি মায়ের প্রিয় গহনা হারানোর গল্প আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


মায়ের প্রিয় গহনা হারানো গল্প:


treasure-chest-619762_1280.jpg

Source

অনেক বছর আগের কথা তখন ২০১০ সাল।সেই সময় আমার বাবার অবসর প্রাপ্ত হয়।আমার বাবা যখন আর্মিতে ছিল তখন তিনি মিশনে গিয়েছিলেন।মিশন থেকে আসার সময় পাঁচ ভরি গহনা নিয়ে এসেছিলেন মায়ের জন্য। পাড়া প্রতিবেশী কয়েকজন সেই গহনার ব্যাপারে জানতে পারে এবং তারা গহনা গুলো দেখতে চায়। আমার মা সহজ সরল মনে তাদের সামনে গহনা বের করে তাদেরকে দেখিয়ে আবার সেই জায়গায় রেখেছিল।


তখন আমি বেশ ছোট ছিলাম।এভাবে অনেক জনকেই নিজের গহনা গুলো বের করে মা দেখিয়েছিলেন। কিন্তু তিনি একবারের জন্য ভাবেনি তাদের সামনে রাখলে কোন একদিন আমার গহনা গুলো হারিয়ে যেতে পারে। সহজ সরল মনে যে এসে দেখতে চাইতো তাকেই গহনা বের করে দেখাতো।এর জন্য আমার বড় বোন তাকে অনেকবার বলতো মা গহনা গুলো সাবধানে রাখো।এভাবে সব সময় বের করে লোকজনকে দেখিও না।


কিন্তু আমার মা কিছুই শুনতো না।উল্টো আরো বড় বোনকে বকা দিত। বলতো লোকজন দেখতে চায়।তাই দেখাই দেখালে কি এমন হবে মানুষের সাথে এমন করতে নেই।এরপর এক মাস কেটে যায় এর মধ্যে আমার মা কখনো আর গহনার সন্ধান করেনি।হঠাৎ করে একদিন এক বিয়ে বাড়ির দাওয়াতে যাওয়ার সময় মা গহনা বের করতে যায়।খাওয়া-দাওয়া শেষ করে রেডি হয়ে যখন গহনা বের করতে যায় তখন দেখে গহনার ব্যাগ টাই নেই।


পুরো বাড়ি তল্লাশি করে কোথাও গহনা পাওয়া যায় না।এর জন্য আমার মা একদম ভেঙে পড়েন।খাওয়া-দাওয়া একদম ছেড়ে দেন।খুবই কষ্ট পেয়েছিল আমার মা গহনা গুলোর জন্য।আসলে আমার বাবার দেওয়া উপহার ছিল।বাবা অনেক বুঝিয়ে ছিল।কিন্তু মা কিছুতেই নিজেকে শক্ত করতে পারে নি।আজও সেই গহনার কথা মনে হলে ফুঁফিয়ে ফুঁফিয়ে কেঁদে উঠেন।আমার নিজেরই খারাপ লাগে মনে হলে।আসলে মানুষ কে বিশ্বাস করে কখনোই নিজের গোপন তথ্য বলতে নেই।সেই সময় আমার মা যদি তাদের এইভাবে না দেখাতেন তাহলে হয়তো আজকে মায়ের মনে এই আফসোস থাকতো না।সকলকে একটাই কথা বলতে চাই সবার থেকে সব কিছু গোপন রাখা ভালো হোক সে অতি আপনজন।নিজের নিঃশ্বাস কেই বিশ্বাস করতে নেই অন্য লোক তো দূরের কথা।এটাই ছিল আমার আজকের পোস্ট। ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 16 days ago 

IMG_20250623_192958.jpg

 13 days ago 

গহনা হারানোর ব্যাপারটি সত্যি অনেক দুঃখজনক ছিল। এখনো মনে পড়ে সেই কথাগুলো। আর খুবই খারাপ লাগে। এরকম পরিস্থিতির যেন কারো জীবনে না আসে।