লাইফ সটাইল-মেয়ের জন্মদিনের সুন্দর কিছু মুহূর্ত।
আসসালামু আলাইকুম
আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি আপনাদের মাঝে মেয়ের জন্মদিনের সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
মেয়ের জন্মদিনের সুন্দর কিছু মুহূর্ত
৩০ আগস্ট ছিল আমার মেয়ের জন্মদিন। তবে এবারের জন্মদিন টা একটু ভীষণ মন খারাপের মধ্যে কেটেছিল আমার মেয়ের।জন্মদিন মানেই বাচ্চাদের আনন্দ থাকে। অনেক খুশি থাকে আমার মেয়ে এবার তার জন্মদিনে কখনো হাসিখুশি ছিল কখনো ছিল মন খারাপ কখনো আবার কান্নাও করে দিয়েছিল।

আসলে এবারের জন্মদিনটা তাকে একা একা করতে হয়েছিল। প্রতিবার জন্মদিন আমার বাবার বাসায় উদযাপন করা হয়েছিল। তবে এবার কিছুদিন আগে বাবার বাসা থেকে যেহেতু ঢাকায় এসেছিলাম। এই কারণে গ্রামে যাওয়া হয়নি।তাই একা একা মেয়েকে জন্মদিনে কেক কাটতে হয়েছিল।এর আগের জন্মদিনে ভরপুর ছিল বাড়ি। কেক কাটার সময় অনেক লোক ছিল।

কিন্তু এইবার শুধু আমি এবং আমার মেয়ে ছিলাম। আমার হাজব্যান্ড ও তার অফিসের কাজে বাহিরে ছিল। ভীষণ ব্যস্ত ছিল সারাটা দিন।তাই সে আসতে পারিনি। যদিও সে দুপুরে মেয়ের জন্য মেয়ের পছন্দের কাচ্চি রান্না করেছিল। কিন্তু কেক কাটার সময় থাকতে পারেনি। কেক আমি নিজের হাতেই তৈরি করেছিলাম।আমার মেয়ের সব সময় আমার হাতের কেক অনেক বেশি পছন্দ।

কেক তৈরি হওয়ার পর আমার মেয়ার অপেক্ষা করেনি।তার বাবার আস্তে অনেক দেরি হবে। আর মেয়ের খুব ঘুম পেয়েছিল।এই জন্য মেয়ে আর আমাকে কেক কাটতে হয়েছিল। ভীষণ মিস করেছিলাম সবাইকে। জন্মদিনের সকলে মিলে কেক কাটতে বেশ ভালো লাগে।আর বাচ্চারাও খুব খুশি হয়। কিন্তু এবার শুধু আমাকে আর আমার মেয়েকে কেক কাটতে হয়েছিল।কিছুক্ষণ পর সবার সাথে ভিডিও কলে কথা বলেছিল। তার ভীষণ পরিমাণে মন খারাপ ছিল। কারণ তার বাবা আসেনি ঠিক সময়।তাই সে বাবার উপর ভীষণ অভিমান করেছিল।তবে বাবার থেকে উপহার পেয়ে মন খারাপ দূর হয়ে গিয়েছিল। এখন সে ভীষণ খুশি।
জন্মদিনের এই সুন্দর মুহূর্ত মুহূর্তগুলো যখন মেয়ে বড় হবে তখন খুব মিস করবো। কারণ ছোটবেলার জন্মদিন গুলো একটু ভিন্ন রকম হয়।মেয়ের জন্মদিনের সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আমি চেষ্টা করেছি মেয়ের জন্মদিনের সুন্দর কিছু মুহূর্ত সবার মাঝে শেয়ার করার জন্য।আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
ডেইলি টাস্ক:

https://x.com/Maria182143171/status/1962489388136558979?t=fbWg5hpUqHCjsYZjv9iUjw&s=19
https://x.com/Maria182143171/status/1962490121447764084?t=vMLG9s22OAO1RN4GvkifHQ&s=19
https://x.com/Maria182143171/status/1962490580652667182?t=aXI5Q1bCjAW1xDRZzBYKdw&s=19
https://x.com/Maria182143171/status/1962492991580557431?t=i6Dj-EkzRggn2QGVPc7Sdw&s=19
ছোট বাচ্চারা সব সময় সকলের সাথে মিলে মিশে হইহুল্লোড় করে থাকতে চায়। যেহেতু গ্রাম ছেড়ে ঢাকায় এসেছেন তার মানে অনেকটাই বন্দি জীবন পার করছে এখন। সময় এর সাথে ঠিক হয়ে যাবে আশা করি। যাইহোক আপনার মেয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল।