জেনারেল রাইটিং-ভাবনা ও বাস্তবতা নিয়ে কিছু কথা।

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য।আজকে অন্ধ ভাবনা ও বাস্তবতা নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


ভাবনা ও বাস্তবতা নিয়ে কিছু কথা:


face-1987212_1280.jpg

Source

মানুষের ভাবনা ও বাস্তবতার মধ্যে রয়েছে অনেক বড় তফাৎ। কখনো কখনো আমরা এত কিছু ভেবে থাকি যেগুলো বাস্তবে পূরণ করা সত্যিই অনেক অসাধ্য ব্যাপার। আমরা অনেক সময় একটা জিনিস ভেবে রাখি কিন্তু বাস্তবে সেটা করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের ভাবনা গুলো আর বাস্তবতা গুলো অনেক সময় এক হয় না।


ভাবনার মধ্য দিয়ে আমরা একটা অসাধ্য কিছু কে সহজে সাধন করতে পারি।কিন্তু বাস্তবে সেটা করা খুবই কঠিন হয়। আমরা হয়তো ভাবলাম যে এই কাজটি আমরা খুব সহজেই করতে পারবো কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই কাজটি করার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়।অনেক কিছুর পরে সে কাজটা হয়তো বা করতে পারি কিন্তু কখনো পুরোপুরি কাজটা শেষ হয় না।


যেমন পরীক্ষার সময় যখন আমাদের রেজাল্ট খারাপ হতো তখন আমাদের খুবই কষ্ট হতো।খুবই খারাপ লাগতো তখন ভাবতাম এরপর থেকে এমন পড়াশোনা করব কেউ আমার থেকে আর বেশি নম্বর তুলতে না পারে। কিন্তু পরবর্তীতে দেখা যায় আমরা এই সফলতার জন্য অনেক পরিশ্রম করি। কিন্তু সেটি করতে গিয়ে এক সময় হাঁপিয়ে পড়ি বলে আমাদের ভাবনা টাকে বাস্তবে রূপ দেওয়াটা কঠিন হয়ে পড়ে। অবশেষে পরের বারো ওই একই রকম ফলাফল আমরা পাই।যেমন একজন বৃদ্ধ মানুষ চাইলেও তার শৈশবকালে ফিরে আসতে পারবে না।এই ভাবনা বাস্তবতায় রূপ দেওয়াটা একদমই অসম্ভব তেমনি অনেক ভাবনা রয়েছে।


আসলে ভাবনাটা খুব সহজে এবং খুব সুন্দর ভাবে মাথায় আসে। কিন্তু সেটি বাস্তবে করতে গেলে ততটা সহজ মনে হয় না। আমাদের জীবনটাই বড়ই অদ্ভুত ভাবি একরকম হয়ে যায় আরেকরকম।জীবন কে নিয়ে অনেক পরিকল্পনা অনেক ভাবনা থাকে কিন্তু বাস্তবে সেটিকে পূর্ণরূপ দিতে গেলে অনেক কষ্টের মধ্য দিয়ে পার করতে হয়। জীবনে বড় হতে হলে বাস্তবতাকেও সামনে উপলব্ধি করতে হয়।ভাবনাকে নিয়ে শুধু ভাবলে হবে না বাস্তবতাকেও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ভাবনা গুলো বাস্তবে রূপান্তরিত করা যায় তার জন্য নিজেকে অনেক বেশি পরিশ্রমী হতে হয়।তাহলে ভাবনা ও বাস্তবতা দুটোই আমাদের পূরণ হবে।বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি।তাহলে দুইটা জিনিসই একসাথে করা সম্ভব।এটাই ছিল আমার আজকের পোস্ট।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।