গ্রামে থাকার পরেও এই সুবিধা কয়েক বছর আগে থেকেই পেয়ে গেছি। তারপরেও কারেন্ট অফ হয়ে গেলে বুঝতে পারি মোবাইলের ইন্টারনেটের কি জালা। রাস্তায় ৪জি, উঠানে ৩জি, বারান্দায় ২জি, রুমের ভেতরে ইমারজেন্সি।
আর যায় হোক গুরুত্বপূর্ণ কাজ গুলো করার সময় এমন নেটওয়ার্ক নিয়ে খুবই ঝামেলা।
এখন ব্রডব্যান্ডের আওতায় এসে আমাদের সাথে আরো সুন্দর ভাবে সময় গুলো কাটাতে পারবেন এই আশা করছি।