আহা কি দৃশ্য সবই ঠিকঠাক ছিল শুধু মনে হয় একটু মিউজিকের কমতি। ভাবি আর আপনাকে প্রথম দৃশ্যে চমৎকার লাগছে। প্রত্যাশা করছি এভাবেই আপনাদের বন্ধন অটুট থাকুক চিরকাল।
আসলে অনেকদিন পর গ্রামে গিয়ে গ্রামের চারপাশে বিকালে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে। আমার দাদা বাড়ি এলাকায় গ্রামগুলোতে দু তিন বছর আগেও যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল ভ্যান। আমার কিন্তু বেশ মজাই লাগতো ভ্যানে করে ঘুরতে। অনেকদিন ওঠা হয় না, আপনাদের দেখে খুব ইচ্ছা করছে ভ্যান গাড়িতে উঠতে। আপনাদের দেখে বুঝতে পারছি অনেক মজা করেছেন এবার গ্রামে গিয়ে। কিন্তু শায়ান বাবুর দেখছি মুড অফ মুখে হাসি নাই।
হাহাহা , বেশ হাসালেন ভাই । তবে যাই বলুন ভ্যানে চড়ে ঘোরাঘুরির মজাই আলাদা ।