আসসালামু আলাইকুম।
স্টিমিয়ান ফ্রেন্ড,
আমার বাংলা ব্লগের এডমিন, মডেরেটর ও সকল সদস্য আপনার সবাই কেমন আছেন? আমি আশা করবো আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আলোচনা করবো। আমাদের পৃথিবীতে প্রায় কয়েকশত প্রজাতির ফুল রয়েছে। এই ফুলগুলো আমাদের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করছে। ফুল দেখতে আমরা সবাই পছন্দ করে থাকি। ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুজে পাওয়া অনেক কঠিন। আমিও ফুলকে অনেক ভালোবাসি। চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
জবা অতি পরিচিত একটি ফুল। জবা ফুল দেখতে অনেক সুন্দর। পৃথিবীতে বেশ কয়েক জাতের জবা ফুল পাওয়া যায়। জবা ফুল আমাদের দেশেও পাওয়া যায়। জবা ফুলের অনেক রকমের গুনাগুন রয়েছে। জবা ফুল বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই ফুল সারাবছর পাওয়া যায়। এই জবা ফুল বর্ষাকালে ও গ্রীষ্মকালে অনেক ফোটে। আমরা মুসলমান জাতি এই ফুলের ব্যবহার না করলেও হিন্দু ধর্মের লোকজন এই ফুলের ব্যবহার অনেক বেশি করে থাকে। হিন্দু ধর্মের মানুষজন তাদের বিভিন্ন পূজায় এই ফুলের ব্যবহার করে থাকে। এই জবা ফুল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ করে আমাদের মাথার চুলের জন্য এই ফুলের পাপড়ি অনেক বেশি উপকারে আসে। জবা ফুল আমাদের দেশে তেমন ব্যবহার না হলেও মালয়েশিয়ায় এর ব্যবহার অনেক বেশি। কারণ মালয়েশিয়ার জাতীয় ফুল জবা।

নয়নতারা ফুল/ মাদাগাস্কার পেরিউইস্কল |
নয়নতারা আমাদের বাংলাদেশে অনেক পরিচিত একটি ফুল। এই ফুল চেনে না এমন মানুষ খুজে পাওয়া প্রায় অসম্ভব। এই ফুল সারাবছর ফোটে। এই ফুল মাদাগাস্কার পেরিউইস্কল নামেও পরিচিত। কিন্তু আমাদের বাংলাদেশে নয়নতারা নামে পরিচিত। এই নয়নতারা ফুলে পাচটি পাপড়ি আছে৷ নয়নতারা ফুলের গাছ ২-৩ ফুট পর্যন্ত বড় হয়। নয়নতারা ফুলে কোন রকমের গন্ধ থাকে না। নয়নতারা চাষ করার সময় জল নিষ্কাশনের ব্যবস্থা থাকলে ভালো হয়। নয়নতারা ফুল বীজ থেকে এবং ডাল থেকে বংশবিস্তার করা যায়। এই ফুলে অনেক রকমের ঔষুধি গুনাগুন রয়েছে। আমাদের শরীরের বিভিন্ন ধরনের অসুখের ঔষুধ বানানো যায় এই ফুল দিয়ে।

ব্লিডিং হার্ট ভাইন আমাদের বাংলাদেশে তেমন একটা দেখা যায় না। কিছু কিছু জায়গায় এই চাষ দেখা যায়। এই ফুলের পাতা গাঢ় সবুজ রঙের। ব্লিডিং হার্ট ভাইন পশ্চিম আফ্রিকাতে বেশি পাওয়া যায়। এই ফুল গাছ অনেক বেশি লম্বা হয়ে থাকে। প্রায় ১৪-১৬ ফুট প্রর্যন্ত লম্বা হয়ে থাকে। এই ফুল বাসার বেলকনিতে টবে করে চাষ করা যায়। এই ফুল গাছের ফুল শেষ হওয়ার পর গাছে ছেটে দিতে হয়। এই ফুল বীজ থেকেও জন্মানো সম্ভব। আবার এর ডাল থেকেও জন্মানো সম্ভব।

আজকের মত এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোন লেখা নিয়ে বা অন্য কোন ব্লগ নিয়ে সেই প্রর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

আমার নাম পলাশ। আমার স্টিমিট আইডির নাম
@mdpolasmia. আমি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা। আমি জন্মভূমি বগুড়া জেলায় গাবতলি থানায়৷ আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলায় লিখতে অনেক ভালোবাসি। বাংলা পড়তে অনেক ভালোবাসি। আমার প্রধান শখ ভ্রমণ করা, খেলাধুলা করা, ড্রয়িং করা ইত্যাদি। বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করি।

Description Of Photography |
Device Name📱 | Location📌 | Captured By📸 |
Vivo Y21 | Dhaka, Bangladesh🇧🇩 | @mdpolasmia |
Best Regards:- @mdpolasmia
◦•●◉✿ Thank You ✿◉●•◦


ইপুশ ব্যালেন্স না থাকলে গেষ্ট ব্লগার হিসেবে আপনার পোষ্ট নমিনেশনে যাবে না, ধন্যবাদ ।
0.00 SBD,
0.03 STEEM,
0.03 SP
আমি আপনার শেষের ফটোগ্রাফি টা দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। সব সময় আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমার অনেক বেশি ভালো লাগে যখন সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্টগুলো দেখি। অনেক আগ থেকেই আপনার ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। অনেক যত্ন আর পরিশ্রম করে আপনি ফটোগ্রাফি করেন তা বুঝা যায়। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
0.00 SBD,
0.03 STEEM,
0.03 SP
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টের প্রশংসা করার জন্য। আমার পোস্টে আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবসময় ভালো এবং ইউনিক ফটোগ্রাফি করার চেষ্টা করি। যাতে সবার কাছে ভালো লাগে। আপনার দীর্ঘায়ু কামনা করছি।
This is my Twitter share link:-
https://x.com/mdpolas550189/status/1970304497806385241?t=koGtcDVx9gV_842JFqhMbA&s=19
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
ওয়াও আপনি তো দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে।বিশেষ করে শেষের ফটোগ্রাফিটি অসাধারণ হয়েছে ভাইয়া।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।