কাপড়ের ফুলের রেন্ডম ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবার এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব।

ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। আমি ভালো কোনকিছু দেখলেই ক্যামেরাবন্দী করার চেষ্টা করি। সেদিন আমাদের অফিসে এন্ট্রান্স এ এবং সিড়িতে খুব সুন্দর কিছু ফুল দিয়ে সাজানো ভাজ দেখেছি। আমি মনে করেছি রিয়েল ফুল সাজিয়ে রেখেছে। আবার চিন্তা করলাম এত ফুল এভাবে সাজিয়ে রাখলে একদিনেই নষ্ট হয়ে যাবে এবং খরচ হিসেব করলে পোষাবে না। পরে রিসেপশনের অফিসার কে জিজ্ঞেস করায় বলল স্যার এগুলো আমাদের এম ডি স্যারের খুব পছন্দের এবং সবগুলো কাপড়ের তৈরী। আমার দেখে এতই ভালো লেগেছে যে ছবি তুলে রেখেছি। প্রতিটি ফুল দেখার মত এবং আলাদা আলাদা করে ছবি তুলেছি। সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি।

IMG20230502135259.jpg

উপরের ফুলের নাম পবিত্র পদ্ম। এই ফুল বিশুদ্ধতার প্রতীক হিসেবে ধরা হয়। এই ফুলের সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। এই ফুল পদ্ম প্রভাব নামেও পরিচিত। কাপড়ের হলেও একদম বাস্তব মনে হচ্ছিল দেখতে।

IMG20230502135131.jpg

উপরের ফুলের সাথে আপনারা সবাই পরিচিত। এই ফুলের নাম সূর্যমুখী। সূর্যমুখী ফুল দেখিনা অনেকদিন হয়েছে। সেদিন এই কাগজের ফুল দেখে একদম লাইভ মনে হচ্ছিল এবং দেখতে দারুন লাগছিল ।

IMG20230502135123.jpg

উপরের ফুল হচ্ছে গোলাপ ফুল এটা আপনাদের না বললেও চিনবেন। কাপড়ের ফুল কেউ দেখে বুঝতেই পারবে না। গোলাপ ফুলটি অনেক বড় ছিল। কাপড়ের ফুলগুলো সাধারণত একসাথে করে ভাজ এ সাজিয়ে রাখলে অনেক সুন্দর দেখায়।

IMG20230502135233.jpg

এই ফুলের নাম টিউলিপ। এই ফুল আমি বাস্তবে দেখেছি অনেক আগে কিন্তু খুব একটা মনে নেই। দেখেন কাপড় দিয়ে কত সুন্দর ফুল তৈরী করেছে। আসলে এই ফুলগুলো সৌন্দর্য বর্ধনের জন্য বাসায় সাজিয়ে রাখা যায়। রংটাও দারুন লাগছে দেখতে ।

IMG20230502135149.jpg

উপরের ফুলের নাম সোনালি রশ্মিযুক্ত লিলি। এই ফুলের রঙ সাধারণত কমলা দাগের সাথে সাদা হয়, সাথে ছিট ছিট দাগ আছে। তবে ফুলের রঙ বিভিন্ন রকমের হয়ে থাকে। জানতে পেরেছি এই ফুল বাস্তবে অনেক সুন্দর ঘ্রানযুক্ত হয়। এই ফুল কাপড়ের তাই ঘ্রাণ নেই তবে দেখতে জীবন্ত লাগছে ।

IMG20230502135157.jpg

এই ফুলের নাম আমি জানিনা তবে গুগল করে জানলাম এদের স্কাই প্ল্যান্ট বলে। ফুলের রঙ গোলাপি এবং লম্বা প্রকৃতির। যারাই এই ফুল বানায় তাদের দক্ষতা অনেক।

IMG20230502135315.jpg

IMG20230502135323.jpg

এই ফুলগুলোর নাম আমি জানিনা। দুটি রঙের ফুল ছিল। একটি হলুদ আরেকটি লাল।

IMG20230502135039.jpg

ডিভাইসঅপ্পো এ ৫৪
বিষয়ফটোগ্রাফি
what3words locationhttps://what3words.com/polished.neckline.overture
ক্রেডিট@miratek

আশা করি আমার ফটোগ্রাফি পোস্ট আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আজকাল কাপড়ের ফুল দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের ডেকোরেশন করে থাকে যেটা দেখতে আসলেই রিয়েল ফুলের মত লাগে । আর অনেক ভালো লাগে দেখতে। আপনার আজকের ফুল গুলো কিন্তু অনেক সুন্দর লাগছে।গোলাপ ফুলটি একেবারে সত্যিকারের ফুল মনে করেছি আমি।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ইদানীং কাপড়ের ফুলের চাহিদা খুব বেড়ে গিয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে এবং বাসায়ও অনেকে ঘর সাজিয়ে রাখে কাপড়ের ফুল দিয়ে। যাইহোক কাপড়ের ফুলের রেনডম ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো ভাই। প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.