পাওয়ার আপ( টার্গেট ডিসেম্বর সিজন- ৫)

in আমার বাংলা ব্লগ6 days ago

আজ -২১য় আষাঢ় | ১৪৩২ বঙ্গাব্দ | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




analytics-2158454_1280 (1).png
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে, আশা করি ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতি সপ্তাহের মত আজও আমি চলে এসেছি নতুন আরো একটি পাওয়ার আপ নিয়ে। আমি নির্দিষ্ট একটি লক্ষ্য স্থির রেখে প্রতিনিয়ত পাওয়ার আপের মাধ্যমে এগিয়ে যাচ্ছি।

আমাদের প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট একটি লক্ষ্য স্থির করা প্রয়োজন। লক্ষ্য ছাড়া কখনো স্বপ্ন পূরণ সম্ভব নয়। তাই আমিও নতুন সিজনের নতুন একটি টার্গেট নিয়ে নিয়েছি। আর প্রতি সপ্তাহে চেষ্টা করব একটি নির্দিষ্ট পরিমাণের পাওয়ার আপ করার। যাতে আমি আমার একাউন্টের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি করতে পারি।

আমার একাউন্টে পাওয়ার আপ করার আগে এসপির পরিমাণ ছিল ৭৬,৯৪১ । আজ ২৫ স্টিম পাওয়ার আপ করার পর একাউন্টের বর্তমানে মোট এসপির পরিমাণ হচ্ছে ৭৬,৯৬৬ । আমার টার্গেট ডিসেম্বর মাসের মধ্যে ৯০,০০০ এসপি করার আর সে লক্ষ্য পুরন করতে আমার এখনো ১৩,০৩৪ এসপি বাকি আছে। আমি আশাবাদী সময়ের মধ্যে আমি আমার টার্গেট পূরণ করতে সক্ষম হব।

তো চলুন পাওয়ার আপের ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করি -

  • পাওয়ার আপ এর আগে আমার একাউন্টে মোট এসপির পরিমাণ হচ্ছে ৭৬,৯৪১ ।

Screenshot 2025-08-02 231638.png

  • ২৫ স্টিম পাওয়ার আপ করলাম।

Screenshot 2025-08-02 231847.png

  • ২৫ স্টিম পাওয়ার আপ করার পর আমার একাউন্টে বর্তমানে মোট এসপির পরিমাণ হচ্ছে ৭৬,৯৬৬ ।

Screenshot 2025-08-02 232035.png

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 5 days ago 

আপনি এই সপ্তাহে ২৫ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৭৬,৯৬৬+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। আশা করি এই সিজনে আপনার কাঙ্খিত লক্ষ্য ৯০,০০০ এসপি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।