✍️ একগুচ্ছ অনু কবিতা:

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

প্রতি সপ্তাহের মতো, এই সপ্তাহেও আমি ফিরে এসেছি আপনাদের সামনে একগুচ্ছ নতুন অনু কবিতা নিয়ে। অনু কবিতা লেখাটা আমার জন্য সত্যিই বিশেষ কিছু, কারণ একটু নিরিবিলি সময় পেলেই ছোট ছোট লাইন আর সহজ শব্দের মাধ্যমে জীবনের গল্পগুলো তুলে ধরা যায়। এটি একদিকে যেমন সময় সাশ্রয়ী, তেমনি মনের অজানা অনুভূতিগুলো প্রকাশের জন্য খুবই সুন্দর একটি মাধ্যম।

আমি চেষ্টা করি, সপ্তাহে অন্তত একদিন আপনাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে কিছু অনু কবিতা লিখে শেয়ার করতে। আজও সেই ধারাবাহিকতায় কিছু নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি। আশা করছি, আজকের কবিতাগুলো আপনাদের ভালো লাগবে এবং কিছু নতুন অনুভূতি তৈরি করবে। তো চলুন, সবাই মিলে ছন্দের মাধ্যমে এই ছোট ছোট কবিতাগুলো পড়ি এবং অনুভব করি।

1000046268.png

“ অনু কবিতা ”
মোঃ ফয়সাল আহমেদ


কবিতা-১

এ জীবনটা তো একটি খেলার মাঠ,
কখনো খুশি, কখনো বিষাদের পাঠ।
জেগে ওঠে স্বপ্ন, ভোরের আলোয় হাসি,
সময় ফুরালে শুধু স্মৃতিরা পাশাপাশি।

কবিতা-২

প্রেম আসে চুপি চুপি, মন করে চুরি,
দুই হৃদয়ের বাঁধনে সে সোনার শিকল বুনি।
ভালোবাসার রঙে রাঙা হয় চারপাশ,
দু'জন মিলে গড়ে তোলে সুখের আভাস।

কবিতা-৩

ভালবাসা হলো এক গভীর বন্ধন,
সুখে দুঃখে থাকে পাশে সারাক্ষণ।
আস্থা আর নির্ভরতার এক সেতু,
জীবনে এনে দেয় এক নতুন ঋতু।

কবিতা-৪

সবকিছু থেকেও যখন কিছু নেই,
অজানা এক ব্যথা নীরবে কাঁদায় যেই।
হৃদয়ের কোণে বাজে বিষাদের সুর,
শূন্যতা তখন লাগে অনেক সুদূর।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 4 days ago 
 3 days ago 

আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখলেন। আপনার লেখা অনু কবিতা গুলো সব সময় আমার পড়া হয়। আপনি প্রতিনিয়ত চেষ্টা করায় এত সুন্দর অনু কবিতা লিখতে পারছেন। এরকম অনু কবিতা গুলো পড়লে মনটা ভালো হয়ে যায়। কারণ এগুলো বিভিন্ন রকম টপিক নিয়ে লেখা হয়। আপনার লেখা প্রতিটা অনু কবিতা দারুন ছিল বলতেই হচ্ছে এটা।

 3 days ago 

বাহ আপনি তো দারুন দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন।এইরকম ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।বিশেষ করে আপনার দুই নাম্বার অনু কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

একেবারে চমৎকার কিছু অনু কবিতার মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুব সুন্দর হয়েছে৷ তার পাশাপাশি এখানে আপনার কাছ থেকে চমৎকার কিছু কবিতা পড়লাম তা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো৷ একই সাথে এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় অনু কবিতা আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

 2 days ago 

ভালোলাগার মত চমৎকার কিছু অনু কবিতায় লিখেছেন আপনি। আপনার লিখা প্রতিটা অনু কবিতা পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। আর আপনি সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লিখেন। এই ধরনের অনু কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়।