"বন্ধুদের আড্ডা ও ক্যারামবোর্ডের রাত এবং ছোটখাটো বিপদ"
গতকাল রাতটা ছিল সত্যিই অসাধারণ। বন্ধুদের সাথে বাইরে কাটিয়েছি অনেক রাত পর্যন্ত, আর সেই সময়টা কেটেছে আড্ডা আর হাসিখুশিতে। সবকিছু শেষ হতেই আমরা সিদ্ধান্ত নিলাম ক্যারামবোর্ড খেলার। যদিও আমি ক্যারামবোর্ড খেলায় খুব একটা ভালো নই, তবুও বন্ধুদের সাথে থাকলে এসব দক্ষতা কোনো ব্যাপার না। যেখানে সবাই মিলে মজা করা যায়, সেখানে খেলার চেয়ে আড্ডা আর ফাজলামিটাই মুখ্য হয়ে ওঠে। তাই আমি পিছিয়ে না থেকে খেলা শুরু করে দিলাম।
খেলা শুরু হওয়ার পর আমাদের হাসি আর ফাজলামির কোনো কমতি ছিল না। কে কাকে কেমনভাবে হারাতে পারে, তা নিয়ে চলল হালকা-পাতলা ঠাট্টা। কখনও ভুল শট দিয়ে নিজের গুটি পকেটে ফেলে দিচ্ছি, কখনও আবার বন্ধুর গুটি পকেট করতে গিয়ে নিজের স্ট্রাইকারই পকেট করে ফেলছি এমন সব মজার ঘটনায় মাতিয়ে রেখেছিলাম পুরো রাত। খেলার এই মজাদার মুহূর্তগুলো আমাদের বন্ধুত্বকে আরও রঙিন করে তুলেছিল। ঘড়িতে যখন প্রায় এগারোটা তিরিশ, তখন আমাদের খেলা শেষ হলো।
অনেক হাসি, মজা আর আনন্দের পর বাড়ি ফেরার পালা। আমরা তিনজন বন্ধু বাইকে করে ফিরছিলাম। রাতের নীরব রাস্তা, আর আমরা তিনজন বন্ধু বাইকের উপর বসেও হাসাহাসি করছিলাম। ঠিক তখনই হঠাৎ করেই বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং আমরা তিনজনই রাস্তায় পড়ে গেলাম। ভাগ্যিস, বাইকটা খুব আস্তে চলছিল, তাই বড় কোনো বিপদ ঘটেনি। পড়ে যাওয়ার পর আমার ডান পায়ে একটু কেটে গেল আর আমার এক বন্ধুর হাত সামান্য ছড়ে গেল। অল্পের ওপর দিয়ে আমরা বেঁচে গেলাম, যা আমাদের জন্য এক বড় স্বস্তি ছিল।
পরে আমরা কোনোমতে উঠে বাইকটা সোজা করলাম। কিন্তু তখন এক নতুন বিপদের মুখোমুখি হলাম। বাইকটা কিছুতেই চালু হচ্ছিল না। রাতের এই সময়ে, এমন ফাঁকা রাস্তায় আমরা তিন বন্ধু বেশ বিপদে পড়ে গেলাম। কী করা যায়, ভাবতে ভাবতে অন্য এক বন্ধুকে ফোন করলাম। সে আমাদের কথা শুনে দেরি না করে দ্রুত চলে আসল এবং অনেক চেষ্টা করে বাইকটা ঠিক করে দিল। অবশেষে, যখন ঘড়িতে রাত বারোটা বাজছিল, তখন আমরা বাড়ির পথ ধরলাম।
সেই রাতটা ছিল এক মিশ্র অভিজ্ঞতার রাত। একদিকে যেমন ছিল বন্ধুদের সাথে ক্যারামবোর্ডের আনন্দ, হাসি আর ফাজলামি, অন্যদিকে ছিল হঠাৎ ঘটে যাওয়া ছোটখাটো দুর্ঘটনা আর তার পরের বিপদের ভয়। তবে এই সবকিছু মিলেমিশে এক অসাধারণ স্মৃতি তৈরি হয়েছে। এই রাতটা প্রমাণ করে দিল যে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মূল্যবান তা সে আনন্দেই হোক বা সামান্য ভয়ের মধ্যেই হোক।আরে গতকালের সুন্দর এবং একটু ভয়ের এই মুহূর্ত আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না।তাই একটু দেরি হলেও এখন আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
মোবাইল | Samsung A33 (5G) |
---|---|
ধরণ | "বন্ধুদের আড্ডা ও ক্যারামবোর্ডের রাত এবং ছোটখাটো বিপদ" |
ক্যমেরা মডেল | A33 (48+8+5+2) |
ক্যাপচার | @mohamad786 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
X-Promotion
Daily Tasks
Comments Link:-
https://x.com/mohamad786FA/status/1962960925713174849?t=Jo_zP2iZZbL59q1QRrHEjA&s=19
Ss
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5